আমাদের কথা খুঁজে নিন

   

সার্ফ এক্সেলে তুমি যথার্থই বলিয়াছ “দাগ থেকে দারুণ কিছু”

মানুষের ভুল করার প্রবণতা আছে। কেউ কম আবার কেউবা ভুলের পর ভুল। একদিন ভুলে ডুবে থাকা ব্যক্তিটিও বুঝতে পারে তার জীবনে কুয়াশা লেগে আছে। তখন সেই আড়মোড়া হয়ে জেগে উঠে। তার জীবন সুন্দর হবে, সুখী হবে।

স্বপ্ন দেখবে স্বপ্ন সাজাবে।

আমি মানুষ? অন্যকিছু? জানার জন্য কিছু গবেষণা করলাম। একটু দেখুন তো---- আমি কি কোন দৈবিক শক্তি প্রাপ্ত আধ্যাত্মিক মহা পুরুষ? প্রাচীন গ্রিসের অলৌকিক শক্তি সম্পন্ন জন্তু? হাজার বছরের কুরান পুরাণের কোন ধর্ম পুরুষ?

দৈবিক তৈবিক আমি কিছু নয়। কারণ “চিচিং পাক” “আলো পাক” “ঝিঙে পাক” বললেও আলাদীনের আশ্চর্য প্রদীপ নিয়ে কোন দৈত্য দানব হাজির হয়না। তাহলে গ্রিসের অলৌকিক জন্তু! না তো মাথায় শিং বা কোন লম্বা লেজও নেই আর ভ্যা ভ্যা করেও ডাকি না।

যেখানে সেখানে প্রাকৃতিক ডাকে সাড়াও দিয় না। আবার ধর্ম পুরুষ টুরুষ ও নয়। কারণ মহাভারত রামায়ণ ও কুরআনের কোন জায়গায় আমার নামে মন্ত্র তন্ত্রও পাইনি।

তাহলে আমি কি? কি আমার পরিচয়? জানতে চাই?

নিজেকে দেখতে মানুষের মত অবিকল লাগছে। সত্য কিনা জানার জন্য কমপক্ষে শত বার শরীরে চিমটি কাটছি কিন্তু প্রতিবারই ব্যথা পাচ্ছি।

তাহলে আমার অনুভূতি প্রবণতা আছে! ধুর হয়তো ঘুমে স্বপ্ন দেখছি! আমার হয়তো ভুল হচ্ছে! না তো, দিব্যি আমি ল্যাপটপে টাইপ করছি তা দেখতে পাচ্ছি! তাহলে আমার অবলোকনের সক্ষমতা আছে! মোবাইলে রিংয়ের শব্দ শুনছি। একি তাহলে আমি শুনতেও পাই! না আমি কোথায় ভুল করছি? হেটে দেখি তো! ওমা হাঁটতেও পারি। একি আমি এত কিছু চিন্তাও করতে পারি!

বুঝতে পারছি আমি মানুষ, জন্তু তন্তু কিছুই না। আর মানুষের ধর্ম হচ্ছে ভুল করা। সুতরাং মানুষ ভুল করেনা তা কখনো হতে পারেনা।

আর ভুল থেকে মানুষ শিখে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভুল। কিন্তু একটি ভুল থেকে মানুষই পারে অসম্ভব কিছু করতে।

মানুষ কোন কিছু শিখার আগে শিখে নেয় ভুল করাটা। পৃথিবীতে প্রতিটা মানুষ যত না কাজ করে তার অধিক ভুল আর ভুল কিছুই।

জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু অবধি মানুষ নিরন্তর ভুল করতে থাকে। এই নিরন্তর ভুল করতে করতে মানুষ শিখে নেয় নতুন কিছু। শিক্ষা নেয় কোন কাজটি উচিত কোন কাজটি অনুচিত। । ভুল থেকে মানুষ পায় জীবনের সার্থকতার চাবিকাঠি।



মানুষের ভুল মানুষই বুঝতে পারে। আর এখান থেকে সেই জীবনের উচ্চ ধাপে আরোহণ করার মূল মন্ত্র পেয়ে থাকে। পৃথিবীতে যত বড় মনিষী বা মহা মানবের কথাই বলেন না কেন তাদের ও প্রথম জীবনে কোন না কোন ক্ষেত্রে ভুল ছিল। কিন্তু ভুল করার মানে এই না যে, ব্যক্তিটি সঠিক কাজ করতে অক্ষম! সেই ভুল বই কিছুই করতে পারেনা!

লিওনার্দো দ্যা ভিঞ্চি প্রেমিকার ছবি আঁকতে গিয়ে অন্য মেয়ের ছবি আঁকায় তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর সেই ছবিটি হল জগত বিখ্যাত মোনালিসা।

সার্ফ এক্সেলের বিজ্ঞাপন তুমি যথার্থই বলিয়াছ “দাগ থেকে দারুণ কিছু”(“ভুল থেকে দারুণ কিছু”.........)

০৯.০২.২০১৪ সকাল ১০.৩৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।