মা তুমি পচা অনেক
কিন্ত বড্ড ভালবাসি
পচা হলেও ভালবাসি
তোমার মিষ্টি হাসি।
তুইও তো দুষ্ট অনেক
জ্বালাস দিন রাতি
দুষ্টামির হাসি দিয়ে
ঘরে জ্বালাস বাতি।
তুমিও তো দুষ্ট অনেক
শুধু খাওয়াতে চাও!
খাওয়ানোর মাঝে তুমি
কি যে মজা পাও?
বেশি বেশি না খেলে বল!
কেমনে বড় হবি;
পুষ্টি খাদ্য পেটে না গেলে
ছোটই রয়ে যাবি।
বড় আমি চাই না হতে
এমন ছোটই না হয় থাকি;
বড় যদি হয়ে যাই তবে!
আদর থেকে দিবা শুধু ফাঁকি।
ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইলে
আগে বড় হতে হবে
ছোট থেকে জ্ঞানীগুণি এসব
হয়েছে বল কে কবে?
ডাক্তার ইঞ্জিনিয়ার এখনই আমি
তুমি কি জান?
মাথা ব্যথা হলে তোমার
ডাক্তার কেন্ আন?
মাথা তোমার টিপে দিলে
ব্যথা কমে যাবে
তাইলে বল, এমন ডাক্তার
কোথায় তুমি পাবে?
সেদিন আমি বানিয়েছিলাম
নীল মার্বেলের দুল
ইঞ্জিনিয়ার না হলে বল, বানালাম কেমনে
তোমার কানের ফুল ।
ওরে দুষ্টরে ভাগ এখন
খাবি কিন্তু মাইর
স্কুলেতে যাবি রোজ
হবি ঘরের বাইর।
খাবি দাবি খেলবি পড়বি
বড় হবি খুব তাড়াতাড়ি
সুপারম্যানের শক্তি নিয়ে
ভাইয়ার সাথে করবি মারামারি ।
টম জেরী এঘর ওঘর
করিস দৌঁড়াদৌঁড়ি
উল্লাসে আনন্দে দিনভর
থাকিস জড়াজড়ি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।