আমাদের কথা খুঁজে নিন

   

পকেটেও একখান টুপি আছে। এইটা তো ব্যবসার টুপি !!

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !! বাউল শাহ আলম সরকার একটা পালাগানে একটা গল্প বললেন। গল্পটা এই রকমঃ একবার এক লোক লঞ্চে করে ঢাকা এসে সদরঘাট নামলেন। পেটে প্রচন্ড ক্ষুধা। আশেপাশে কোনো হোটেলও চোখে পড়ল না। তবে সামনেই দেখলেন এক ফলবিক্রেতা আপেল বিক্রি করছেন।

ফলবিক্রেতার মাথায় টুপি দেওয়া আছে। তো ফল কিনতে গিয়ে কথোপকথন- ক্রেতা : ভাই, আপেল কত করে? বিক্রেতা : ৬০ টাকা কেজি। ক্রেতা : ৪০ টাকা দিবেন? বিক্রেতা : আল্লাহর কসম করে বলছি, আমি এগুলো ৫৫ টাকা কেজি দরে কিনে আনছি. আপনার কাছে ৬০ টাকা বেচলে আমার ৫ টাকা লাভ হবে। ক্রেতা ভাবল লোকটার মাথায় টুপি আছে, আল্লাহর কসমও বলছে মিথ্যা তো বলবে না। এই ভেবে ৬০ টাকা করে কিনে নিল।

২ হাত সামনে এগোতেই পিছন থেকে শুনল ওই বিক্রেতাই অন্য আরেকজনের কাছে ৫০ টাকা করে আপেল বিক্রি করছে। তো সে বিক্রেতার কাছে গিয়ে বলল- ক্রেতা : আপনার মাথায় টুপি নিয়া আপ্নই কিভাবে এত বড় মিথ্যা কথা বললেন? আপনার কি আল্লাহর ভয় নাই? বিক্রেতা : এইটা তো আমার নামায পড়ার টুপি না। এটা হচ্ছে ব্যবসার টুপি। নামায পড়ার টুপি তো পকেটে। এই ব্যবসায়ীর সাথে আমি জামাত-শিবির আর সাঈদী লুলের মিল খুঁজে পাচ্ছি।

এদের টুপি কয়টা? আর মাথায় কোন টুপি দেয়া? এরাও ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।