আমাদের কথা খুঁজে নিন

   

ফালগুন ১৪২০



বসন্ত বরণ উৎসব ১৪২০ উপলক্ষে আমাদের ডিপামেন্টে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই কিছু না কিছুতে অংশ গ্রহণ করছে। আমিও হেল্প করছি তবে প্রোগ্রামে আমি নাই। কারণ, নাচতে ও জানি না গাই তে ও পারি না। কি র করা ।

যাই পারি তাই ই করলাম। একটা কবিতা লিখেছি বসন্ত কে আমার মত করে বরণ করার জন্য... তার আগে সবাই কে বাসন্তী শুভেচছা...





ফাল্গুনি হাওয়া

ফাগুন এলো গুন গুনিয়ে,

লাগলো হাওয়া আমার প্রাণে ।

উঠল জেগে পাতার রানী ,

চোখ মেল গো ফুলকলি,

জাগুক পলাশ , আম্র মুকুল,

বেজে উঠুক প্রাণের সুর ।

মাতাল হাওয়ায় উঠছি মেতে,

সঙ্গে আছে ফুলপরী,

পাখিরা সব করছে খেলা,

ফুলেরা সব মেলছে ডানা ।

পলাশ হাসে রাজ্য জুড়ে ,

কৃষ্ণচূড়া রয় না পিছে,



ওরে আমার প্রাণের হাওয়া,

আগুন লাগা , আগুন লাগা।





জাগুক মন,

সুপ্ত প্রাণ ,

করুক দান আজীবন ।

কাঙ্গারি সে ভালবাসার

জাগিয়ে তুলোক হাজারো প্রাণ । ।

ফাগুনের দোলা লাগুক প্রাণে,

ছড়িয়ে পড়ুক সবখানে...

শুভ বসন্ত বরণ উৎসব ১৪২০।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।