আমাদের কথা খুঁজে নিন

   

এনামুলের উপলব্ধি, এনামুলের লক্ষ্য

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, “জয়ের কাছাকাছি গিয়েও হেরে যাওয়ার হতাশা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি আমরা। ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ডের পর এবার শ্রীলঙ্কার সঙ্গেও একই পরিস্থিতিতে পড়তে হল আমাদের। ”

এই সমস্যার সমাধানও খুঁজে পেয়েছেন ক্রিকেটাঙ্গনে ডাক নাম ‘বিজয়’ নামেই বেশি পরিচিত এনামুল।

“ক্রিজে যে-ই থাকুক তাকে খেলা শেষ করে আসা শিখতে হবে। গতকাল (বুধবার) আমি যে কাজটা করতে পারিনি।

তাই এখন থেকে আমাদের লক্ষ্য ম্যাচ শেষ করে আসা। আশা করি এই শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যতে টি-টোয়েন্টিতে আমরা জিততে পারব। ”

বুধবার স্বাগতিকদের জয়ের নায়ক হওয়ার সুযোগ ছিল তার সামনে। থিসারা পেরেরার করা শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৭ রান। এমন টান-টান উত্তেজনায় তিনটি চার মেরে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন এনামুল।

কিন্তু শেষ বলটি ফুলটস পেয়েও আউট হয়ে যান তিনি, বাংলাদেশ হেরে যায় মাত্র ২ রানে। যে আফসোস এখনো পোড়াচ্ছে তাকে।

তবে এই হার থেকে শিক্ষা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, “শিখতে-শিখতেই অভিজ্ঞতা বাড়ে। জন্মগতভাবে কেউ ভাল ক্রিকেটার হয় না। নতুন হিসাবে আমিও কিছু শিখলাম।

আগামীতে এমন পরিস্থিতিতে, এমন বল পেলে অন্যভাবে ব্যাট করব। ”

বুধবারের হতাশাকে পেছনে ফেলে শুক্রবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে সিরিজ সমতায় শেষ করার আত্মবিশ্বাস তরুণ এনামুলের কণ্ঠে।

“আমরা দিন-দিন দুর্দান্ত টিম হয়ে উঠছি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে আমরা নিজেদের শতভাগ দিতে পারলে বিশ্বের যে কোনো দলকে হারানো সম্ভব। আর সেটা কালই হতে পারে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।