স্ব-ইচ্ছা প্রণোদিত হয়ে রকস্ট্রাটার একটা গানের ভিডিও ক্লিপ বানিয়েছি। আমি শখের বশে video editing নিয়ে ঘাটাঘাটি করি; তাই এটা খুবই amateur একটা কাজ। যদি কারো ভালো লেগে যায় তাহলে গানটার জন্যই লাগবে।
গানটার কথা, কম্পোজিশন এবং সুর মারাত্মক।
http://www.youtube.com/watch?v=ioPMUAB-1Og
প্রতি রাতে একই কথা কানে কানে আমি শুনি,
"তুমি মানুষ
তুমি পশু নও
রাতের আঁধার কেটে যাবে
ভোরের আলোয় পথ দেখে
তুমি খুঁজে পাবে তোমাকে"
আমার দৃষ্টি অনেক নিচুতে
হামাগুড়ি দিয়ে মাটি কামড়িয়ে
আমার দৃষ্টি অনেক নিচুতে
হামাগুড়ি দিয়ে মাটি কামড়িয়ে
দৃষ্টিবিহীন পতঙ্গ আমি
নতুন স্বাদের খোঁজে
আমার চাহিদা অনেক প্রাচীন
লালসার টানে করুনাবিহীন
পিশাচের মত একাগ্র আমি
নতুন স্বাদের খোঁজে
কখনো যদি দৃষ্টির মাঝে
দ্বিধা-দন্দের ছোঁয়াচ পড়ে
মুদিত চোখে পথ হাতড়াই
নতুন স্বাদের খোঁজে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।