আমাদের কথা খুঁজে নিন

   

হেরেও পারফরম্যান্সে স্বস্তি

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ নিয়ে আক্ষেপ রয়েছে ভক্তদের মনে। যে সিরিজটা জিততে পারত বাংলাদেশ, আর সেই সিরিজেই কিনা হোয়াইটওয়াশ। সিরিজেই দুই ম্যাচেই ফল নির্ধারিত হয়েছে শেষ বলে। একটুখানি ভুলের কারণে দুই ম্যাচেই তীরে এসে তরী ডুবে গেছে। তবে বাংলাদেশ হারলেও টি-২০ এই সিরিজ থেকে প্রাপ্তি অনেক।

ম্যাচ দুটি ভক্তদের মনেও আশার সঞ্চার করেছে।

শ্রীলঙ্কা টি-২০র এক নম্বর দল। তাদের বিরুদ্ধে বাংলাদেশ হেরে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও দুই ম্যাচেই টাইগাররা লড়াই করেছে সমানে সমান।

ঘরের দুয়ারে কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ।

টাইগারদের এই নজরকাড়া পারফরম্যান্সে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশবাসী। মাশরাফিদের এমন নৈপুণ্যে আশাবাদী ভক্তরা। অবশ্য ক্রিকেটারদের মনেও স্বস্তি ফিরে এসেছে। কেননা বাংলাদেশে ওয়ানডেতে ভালো দল। টেস্টেও খারাপ নয়।

কিন্তু টি-২০ নিয়েই ছিল অনেক সমস্যা। সংক্ষিপ্ত এই ফরম্যাটে ভালো করতে পারছিল টাইগাররা। র্যাঙ্কিংয়েও বাংলাদেশের অবস্থান অনেক পেছনে (এখন ১১তম অবস্থানে)। তবে এমন সময় এই লড়াকু পারফরম্যান্স যে বিশ্বকাপের মূল মঞ্চেও ক্রিকেটারদের উজ্জীবিত করবে -তা তো বলার অপেক্ষা রাখে না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে মাত্র দুই রানে।

শেষ বলে তিন রান হলেই জিতে যেত মাশরাফির দল। কিন্তু এনামুল হক বিজয় শেষ বল থেকে কোনো রানই নিতে পারেননি। দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি ঠিক উল্টো। প্রথম ম্যাচে বাংলাদেশের যে অবস্থা হয়েছিল দ্বিতীয় ম্যাচে ঠিক একই পরিস্থিতিতে পড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু অভিজ্ঞতার কারণে জয় তুলে নিয়েছে টি-২০র সেরা দলটি।

বিশ্বকাপের আগে আক্ষেপের এই ম্যাচ দুটি ভক্তদের মনে অনেক স্বপ্ন এঁকে দিয়ে গেছে। যদিও এবারের বিশ্বকাপে স্বাগতিক দল হওয়ার পরও খানিকটা বৈষ্ণম্যের শিকার হতে হয়েছে বাংলাদেশকে। খেলতে হবে প্রহসনের 'প্রথম রাউন্ড'। আসলে প্রথম রাউন্ড নাম দেওয়া হলেও এটা কিন্তু প্রকৃত অর্থে বাছাই পর্বই। কেননা সত্যিকার অর্থে প্রথম রাউন্ড হলে তো সব দলই খেলত।

কিন্তু তা তো নয়। আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ের এক থেকে অষ্টম স্থানে থাকা আট দল খেলবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে। তাই 'প্রথম রাউন্ড' নাম দেওয়া হলেও এটি আসলে এক অর্থে এটি তো বাছাই পর্বই। বাংলাদেশের ক্রিকেটভক্তরা মনে করেন, টাইগারদের প্রতি অবিচার করা হয়েছে এতে। তবে ক্রিকেটামোদীদের বিশ্বাস, মুশফিকরা মুখে নয় ব্যাট হাতেই এই অবিচারের জবাব দিবে মাঠে।

দাপটের সঙ্গে খেলে প্রথম রাউন্ডের গণ্ডি পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে আধিপত্য বিস্তার করবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে তার ইঙ্গিতও দিয়েছে টাইগাররা।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।