আমাদের কথা খুঁজে নিন

   

ছায়াছবির আড্ডা [পর্ব-৮] :: The Amazing Spider Man II (২০১৪-প্রিভিউ)

এই প্রথম কোনো ছায়াছবির প্রিভিউ লিখছি। তাই ভুল-ক্রুটি হতেই পারে। ক্ষমাসুন্দর মনে তা মেনে নিয়ে আমায় আরো টিউন করার উৎসাহ প্রদান করবেন আপনারা, এটাই আমার কাম্য!
হাই! আজকের ছায়াছবির আড্ডায় থাকছে জনপ্রিয় হলিউডের ছায়াছবির সিরিজ স্পাইডারম্যানের পরবর্তী সংস্করণ দ্যা আমেজিং স্পাইডারম্যান ২ ছবিটি নিয়ে।
দ্যা আমেজিং স্পাইডারম্যান ২ একটি আপকামিং আমেরিকান সুপারহিরো ফ্লিম যেখানে মারভেল কমিকস এর চরিত্র স্পাইডারম্যানে ফিচার করা হচ্ছে। ফ্লিমটি পরিচালনায় করছেন মার্ক ওয়েব এবং ছবিটি মুক্তি পাবে কলাম্বিয়া পিকচারস এর ব্যানারে মে ২, ২০১৪ সালে।

ছবিটি ২০১২ সালে আমেজিং স্পাইডারম্যান ছবিটির সিকুয়্যাল হিসেবে আসছে।

পরিচালকঃ
মার্ক ওয়েব
প্রযোজকঃ
এভি আরাদ
ম্যাট টোলমাচ
চিত্রনাট্যঃ
এলেক্স কুর্টজম্যান
রোর্বাটো ওরচি
জেফ পিংকনার
কাহিনীঃ
জেমস ভ্যানডারবিল্ট
ভিক্তিঃ
স্টন লি এর “স্পাইডারম্যানঃ
মিউজিকঃ
হ্যানস জিমার
শুটিং:
ডেনিয়েল মিনডেল
স্টুডিওঃ
কলাম্বিয়া পিকচারস
মারভেল এন্টারটেইমেন্ট
ডিস্ট্রিবিউটরঃ
কলাম্বিয়া পিকচারস
মুক্তি পাবেঃ
মে ২, ২০১৪
দেশঃ
ইউনাইটেড স্টেটস
ভাষাঃ
ইংরেজি
পিটার পার্কার। আমেরিকার একজন সাধারণ হাই-স্কুল স্টুডেন্ট। কিন্তু সে আসলেই সাধারণ নয়। কারণ সে স্পাইডারম্যান! পিটার ছবিটিতে তার বাবার অতীত সর্ম্পকে যখন আরো জানতে চায়, তখন তাকে সাহায্য করতে আসে তার বন্ধু হ্যারি।

কিন্তু এরই সাথে দুনিয়া এবং স্পাইডারম্যানের নতুন দুশমন ইলেক্ট্রো এবং রাইনোর উত্থাপন হয়। এরা মিলিত হয়ে OsCorp সংঘটন তৈরি করে আর দুনিয়া ধ্বংস করতে উঠে পড়ে লাগে। স্পাইডারম্যান কি পারবে দুনিয়া কে বাঁচাতে?
আমেজিং স্পাইডারম্যান সিরিজের পরিচালক ম্যাট টোলম্যাচ এক পত্রিকাতে বলেছেন যে, আমেজিং স্পাইডারম্যান সিরিজের কমপক্ষে ৩টি সিকুয়্যাল বানানোর পরিকল্পনা রয়েছে আমাদের, এর মধ্যে প্রথম সিকুয়্যাল মে, ২০১৪ সালে বাজারে আসবে। আর ছবিটির নায়িকা হিসেবে অলরেডি দুটি সিকুয়্যালের জন্য চুক্তি করে ফেলেছেন ইম্মা স্টোন।
ছবিতে মূল ভিলেন বা খলনায়ক হিসেবে থাকছে ইলেক্ট্রো।

ইলেক্ট্রো উড়তে পারে। সে আকাশে ইলেক্ট্রিল ওয়েভ ছুড়তে পারে। আর আরেকটি ভিলেন হচ্ছে রাইনো। সে মাসলম্যান! সে মেকানিকাল আরমর পড়ে থাকবে।
স্পাইডারম্যান ফ্লিমের নতুন সংস্করণ কি পারবে বাজার মাতাতে? যদিও আগের ছবিগুলোরই রিমেক হচ্ছে।

তবে স্টোরিলাইন কিছুটা বলদিয়ে কি স্পাইডারম্যান জনপ্রিয়তা পাবে? জানতে হলে অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত!
স্পাইডারম্যানের রুম যদি এভাবে অগোছালো থাকে!
এইটা কি দেখলাম!
পাবলিক বাসে এইরকম ঝুলন্ত দৃশ্য বিডিতে প্রায়ই দেখা যায়!
হেহেহে!
চলছে স্টান্ট এর প্রাকটিস
উনারে নায়িকা হিসেবে পছন্দ নয় আমার!
উরি!
নতুন চমকও থাকছে!
কেউ আমারে ধর!
অসাম!
হাই!
এইটা কার মুখোশ?

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.