আমাদের কথা খুঁজে নিন

   

'নির্বাচনের প্রার্থীরা পরস্পর প্রতিদ্বন্দ্বি শত্রু নন'

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার (অব:) মোঃ জাবেদ আলী  বলেছেন, প্রত্যেক ভোটার নিরাপদে বাড়ি থেকে ভোট কেন্দ্রে এসে যেন আবার বাড়ি ফিরতে পারে এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে সন্ধ্যার আগেই ভোট গণনা শেষ করবেন।

তিনি তার বক্তৃতায় আরও বলেন, প্রার্থীদের মনে রাখতে হবে তারা একই দেশের নাগরিক। নির্বাচনের প্রার্থীরা পরস্পর প্রতিদ্বন্দ্বি, শত্রু নন। আমরা যেন তাঁদের সবার প্রতি সমান আচরণ করি।

কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নাই। এই নির্বাচনে দেশ বিদেশের সাংবাদিক ও পর্যবেক্ষকরা থাকবেন। আপনারা সেভাবেই নিজেদের পরিচালিত করবেন।

তিনি আজ সকাল ১০টার দিকে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন সংক্রান্ত আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, নাটোরের পুলিশ সুপার ড. নাহিদ হোসেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদ কুতুব, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন ও নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

পরে সকাল সাড়ে ১১ টার দিকে তিনি নবনির্মিত নাটোর জেলা সার্ভার ষ্টেশন দ্বিতীয় বারের মতো উদ্বোধন করেন। বিকেলে তিনি সিংড়া উপজেলা নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন ও সিংড়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে (ইউএনও অফিস) মত বিনিময় সভায় বক্তব্য রাখেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.