মানুষের ভুল করার প্রবণতা আছে। কেউ কম আবার কেউবা ভুলের পর ভুল। একদিন ভুলে ডুবে থাকা ব্যক্তিটিও বুঝতে পারে তার জীবনে কুয়াশা লেগে আছে। তখন সেই আড়মোড়া হয়ে জেগে উঠে। তার জীবন সুন্দর হবে, সুখী হবে।
স্বপ্ন দেখবে স্বপ্ন সাজাবে।
থেলিস (খ্রিষ্ট পূর্ব আনুমানিক ৬২৪-৫৪৬) জগতের আদি বস্তু পানির কথা বলতে গিয়ে অভিজ্ঞতাবাদের কথা বলে গেছেন। যদি পরবর্তীতে এরিস্টেটল এটাকে অস্বীকার করেছেন।
সোফিস্টদের দিকে তাকালেও দেখি তারা জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতাবাদের কথা বলে গেছেন। প্রোটাগোরাস (খ্রিস্ট পূর্ব ৪৮০-৪১০) বলেন, “Man is the meauser of all things” বলে অভিজ্ঞতার কথা বলেছেন।
জর্জিয়াস, অ্যাঁরিস্টিপাস ও এপিকিউরিয়াস সবাই অভিজ্ঞতার জয় গান গেয়ে গেছেন।
আধুনিক দার্শনিক ফ্রান্সিস বেকন(১৫৬১-১৬২৬) অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভ সম্পর্কে ১৬২০ সালে “Nouvum Organum” গ্রন্থে দুটি উপায় এর কথা বলেন, প্রথম- “প্রতিমূর্তি” বা “ভক্তির পাত্র” দূর করে পরিষ্কার ও মুক্ত মন নিয়ে চিন্তা করা। ও দ্বিতীয়- প্রকৃতি থেকে একটি গূঢ় সত্য বের করার চেষ্টা করা।
আধুনিক অভিজ্ঞতাবাদের জনক জন লক (১৬৩২-১৭০৪) অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস। তিনি বলেন কোন বস্তু বা বিষয়ের যথার্থ জ্ঞান লাভের একমাত্র উপায় অভিজ্ঞতা।
বার্কলি (১৬৮৫-১৭৫৩) বলেন, সংবেদন ও ধারণাই জ্ঞানের একমাত্র উৎস।
ডেভিড হিউম (১৭১১-১৭৭৬) অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, “ যা কিছু আমরা জানি, তা সবই আমরা আমাদের ইন্দ্রীয়জ ও ধারণার মাধ্যমে জানি।
অভিজ্ঞতাবাদী সব দার্শনিকদের মতের দিকে তাকালে দেখা যায়, কোন বস্তুর যথার্থ জ্ঞান লাভের প্রথম ও একমাত্র উপায় হল অভিজ্ঞতা। অভিজ্ঞতা ব্যতীত কোন বস্তুর বা বিষয়ের যথার্থ জ্ঞান লাভ হয়না। কোন বস্তু বা বিষয়ের একমাত্র যথার্থ জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে হয়ে থাকে।
উপরের দার্শনিক তত্ত্বগুলো দেখার পর সিকান্দার বক্সের চোখ জ্বলজ্বল করছে। চুপিসারে সিকান্দার বক্স ময়নাকে বলল, ময়না আমার এত ভুলের কারণ আমি আজ খুঁজে পেয়েছি। তুমি যেমন হোঁচট না খাওয়ার আগে হাটা শিখতে পারবেনা, তেমনি কোন কাজের পূর্ব অভিজ্ঞতা ছাড়া কাজটি সুন্দর হবেনা। সিকান্দার বক্সের মনে হচ্ছে আজ যদি পূর্ব অভিজ্ঞতা থাকতো তাহলে সে ঝামেলায় পড়তো না। সে কর্পোরেট হতে পারতো।
সিকান্দার বক্স যদি ইন্টারে থাকতে গাড়ি ড্রাইভিং করা শিখে নিত ভার্সিটিতে এসে অনায়াসে ড্রাইভ করতে পারতো। অতএব সিকান্দার বক্সের মনে হল, অভিজ্ঞতাই জীবনের চলার মূল মন্ত্র। কাশেম মহা খুশি কারণ সেই জীবনের মন্ত্র খুঁজে পেয়েছে। কিন্তু সিকান্দার বক্সের চোখে পানি কারণ সেই নিজেকে কখনো ক্ষমা করতে পারবেনা। জীবন তো দ্বিতীয় বার ফিরে আসবেনা।
(লিখাটি শ্লেষাত্মক হিসাবে লিখেছি এটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, কারণ জীবনে যা প্রথম তা-ই শেষ এটাই যেন সবার জীবনের মূল মন্ত্র হয়)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।