সত্য পথের অনুসন্ধানি
১)
আজকে সাদা সার্টের ছেলেটি পুবালী ব্যাংকের সামনে বসেনি;
কোমরের পর থেকে সীমাবদ্ধ হলেও চেহারাটা তার জেদি।
ভিক্ষার থালা ছাড়াই সে বসত;মানুষ দেখত, পকেটেই দান নিত।
তার গতকালের সঞ্চয়ে ভাগ বসাতে আজকে নেমেছিল
পুবালী ব্যাংকের সামনে গুড়ি গুড়ি অনাহুত বৃষ্টি।
২)
অবরোধ, হরতাল ককটেলময় দিনের মত আজকেও রিকশা চালকরা
মৌঁচাক থেকে কেনা গামছা মাথায় পেঁছিয়ে রাস্তায় নেমেছে যথারীতি;
কেউ কেউ অবশ্য ফিনফিনে ডোরাকাটা পলিথিনটা নিতে পারেনি।
আজকের কামাই হবে ভালো কালকে না হয় যেতে হবে “সেবা ফার্মেসী”।
৩)
আজকে ডেট ছিল সন্ধ্যে ঠিক সাড়ে ৬ টায়:স্পট হাতিঝিল।
ড্রয়ারের উপরের দিকেই তুলে রাখা হয়েছে “রিবা”ব্রান্ডের ড্রেসটি
দস্যু ভিলেন বৃষ্টি তুই, আসলেই মিশা সওদাগর,আইমেন জাওয়াহিরি;
গোপন সংলাপ-সমঝোতা, শত টাকার এয়ার টাইমের ডেটটা কি হবে মাটি?
fb:https://www.facebook.com/asm.arshad
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।