আমাদের কথা খুঁজে নিন

   

'মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে স্বীকৃতি'

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। গত ১৩ ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ফিনানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্ল্যানারি সভায় সর্বসম্মতভাবে বাংলাদেশের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা আন্তর্জাতিক মান অর্জন করেছে মর্মে স্বীকৃতি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা অসুবিধায় ছিলাম। এটা দূর হয়েছে।

আমরা গ্রে-লিস্টে ছিলাম। এর থেকে ব্লাক-লিস্টে আসতে পরতাম। অনেক দেশ ব্লাক-লিস্টে আছে। আমরা এগিয়েছি। পাঁচ বছর গ্রে-লিস্টে ছিলাম।

এখান থেকে আমরা মুক্তি পেয়েছি। ’

সংবাদ সম্মেলনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলামুল হক বলেন, ‘অর্থনীতি সম্পর্কে এতদিন যে হুমকি ছিল তা দূর হয়েছে। ’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘আমরা যদি সফল না হতাম তাহলে আমরা একটা ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হতাম। কেউ আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে চাইত না। এর থেকে আমরা মুক্তি পেয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।