আমাদের কথা খুঁজে নিন

   

পেট্রোডলারের খোজে

আহমাদ ইউসুফ



বিদেশ বিভূয়ে যারা বন্ধু-স্বজন
আমাদের ভাই, পরিচিত জন।
দিনের পর দিন ক্রমশ বছর
পেট্রোডলারের খোজে ঝরায় কষ্টের নহর।

স্ত্রী-পুত্র পরিজন ছেড়ে
এতটুকু স্বচ্ছলতা, সোনালী স্পর্শের খোজে।
দালাল চক্রের খপ্পরে পড়ে
কালেভদ্রে দু চারজন শেষ গন্তব্যে পৌছে।

স্পর্শের বাইরে দুরতম আলিঙ্গনে
প্রেমাস্পদ, অনুভবে প্রেমের জাবর কাটে।


অপেক্ষা, অধীর আগ্রহ নিয়ে
যদি বা হঠাৎ এস প্রিয়তম বলে ডাকে।

এভাবেই কাটে সময় দুরদেশে
একাকী সঙ্গোপনে।
স্বপ্নের পথে ভবিষ্যত নির্মানে
রিয়েল, ডলারের খোজে, ঘর্মাক্ত কলেবরে।

কেউ বা স্বপ্ন বেচে, পাড়ি জমায় বিদেশে
বুকভরা কষ্ট নিয়ে নিরব অভিমানে।
কেউ বা স্বপ্ন গড়ে ডলারের ভাজে
লাল টুকটুকে এক তিলোত্তমার হাসিতে।



বিদেশ বিভূয়ে যারা দেশ-দেশান্তরে
ঘাম আর রক্তের বিনিময়ে।
জিডিপি বাড়াও যারা দেশের কল্যাণে
হাজার স্যালুট তোমায়, তোমার বদান্যে।

ফিরে এস, হে বঙ্গ সন্তানেরা বিজয়ের বেশে
প্রকৃতির কোলে, মায়া আর আত্মার সনে
প্রিয় জন, বন্ধু স্বজন
অপেক্ষায় যারা তোমারি আলিঙ্গনে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।