আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাককালামের প্রথম ট্রিপল সেঞ্চুরি

ব্রেন্ডন ম্যাককালাম কি স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরি হতে পারবেন! ড্যানিয়েল ভেট্টরির মধ্যে ফ্লেমিংয়ের একটা ছায়া ছিল। কিন্তু ম্যাককালাম! ফ্লেমিংয়ের সম্পূর্ণ বিপরীত চরিত্রের। উইকেটে থাকলে নিজে অস্থির থাকেন, প্রতিপক্ষকেও অস্থির করে তুলেন। আচরণেও ফ্লেমিংয়ের সঙ্গে ঠিক মেলে না। তবে এই বিপরীত চরিত্রের ম্যাককালামই কেবল স্টিফেন ফ্লেমিংকেই নয় মার্টিন ক্রোকেও ছাড়িয়ে গেলেন।

নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। তার ৩০২ রানই ওয়েলিংটন টেস্টে ভারতের বিপক্ষে ড্র এনে দিয়েছে নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে উপহার দিয়েছে সিরিজ জয়ের স্বাদ। অকল্যান্ড টেস্ট জিতে আগেই সিরিজ জয়ের পথ প্রশ্বস্ত করে রেখেছিল ব্ল্যাক ক্যাপসরা।

ওয়েলিংটনের জন্য গতকাল ছিল বিশেষ দিন।

মার্টিন ক্রোর এক উত্তরসূরি ভারতের বিপক্ষে উইকেটে দাঁড়িয়ে আছে দৃঢ়চিত্তে। ভারত মহাসাগরের সবগুলো ঢেউকে তুচ্ছ জ্ঞান করে দক্ষ নাবিকের মতোই তিনি এগিয়ে চলেছেন তীর লক্ষ্যে। অবশেষে দেখা পেলেন তীরের। ব্রেন্ডন ম্যাককালামই সেই নাবিক। নিউজিল্যান্ডের অতীত ইতিহাসকে এই ওয়েলিংটনেই নিজ হাতে বদলে দিলেন তিনি।

১৯৯১ সালে ওয়েলিংটনে মার্টিন ক্রোর ২৯৯ রান শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে। ব্রেন্ডন ম্যাককালাম গতকাল ৩০২ রান করে নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন ড্র। তবে দুই ড্রয়ের মধ্যে পার্থক্য আছে। ২৩ বছর আগে সিরিজটা জিততে পারেনি মার্টিন ক্রোদের নিউজিল্যান্ড। গতকাল ম্যাচটা ড্র হলেও ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

এই জয় সঙ্গে নিয়েই তারা র্যাঙ্কিংয়ে উঠে এসেছে এক ধাপ উপরে। টেস্টে ৭ নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড।

ব্রেন্ডন ম্যাককালাম অবশ্য আরও একটি রেকর্ড গড়েছেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যান এবং ইংলিশ তারকা হ্যামন্ডের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একই সিরিজে ডাবল ও ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। স্যার ব্র্যাডম্যান অবশ্য এই রেকর্ড দুই বার করেছেন।

১৯৩০ ও ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে তিনি ডাবল ও ট্রিপল সেঞ্চুরি করেছেন। ওয়ালি হ্যামন্ড ১৯৩২/৩৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল ও ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। আশি বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেছেন ব্রেন্ডন ম্যাককালাম।

ওয়েলিংটনে ভারত ড্র পেয়ে বেঁচেই গেল। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১৯২ রানে অলআউট হওয়ার পর ভারত যখন ৪৩৮ রান করল নিজেদের প্রথম ইনিংসে, কে ভেবেছিল ওয়েলিংটন টেস্ট ড্র হতে যাচ্ছে! অবিশ্বাস্যভাবে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬৮০ রান করে ইনিংস ঘোষণা করে! তখনো হাতে ছিল দুটি উইকেট।

৪৩৫ রানের নিচে চাপা পড়া ভারত মাথা তুলবার আগেই ম্যাচটা শেষ হয়ে যায়। বিরাট কোহলি ১০৫ রানের ইনিংস না খেললে ভিন্ন কিছুও ঘটতে পারতো! ভারত তো ১০ রানেই হারিয়েছিল দুই উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ব্ল্যাক ক্যাপসদের সেনাপতি ব্রেন্ডন ম্যাককালাম।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।