যুক্তরাষ্ট্র ফের সিরিয়ায় হামলার পায়তারা করছে বলে খবর বের হয়েছে। এ লক্ষ্যে দেশটি সিরিয়া ও তার প্রধান মিত্র রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করেছে। সিরিয়া নিয়ে আন্তর্জাতিক আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে নতুন করে এ সামরিক পরিকল্পনা নিয়েছে দেশটি। মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।
জেনেভায় সিরিয়াবিষয়ক আলোচনা নিয়ে সৃষ্ট হতাশা এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়ার অস্বীকৃতির পর হোয়াইট হাউজ দামেস্কের ওপর সামরিক হামলা, কূটনীতি ও গোয়েন্দা তৎপরতার মতো বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।
জেনেভা আলোচনাকে সামনে রেখে এসব পরিকল্পনা বাতিল করেছিল মার্কিন প্রশাসন।
হোয়াইট হাউজের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র বারনাদেত্তে মিহান বলেছেন, প্রেসিডেন্ট ওবামার স্পষ্ট নির্দেশনার পর কোন পথটি সঠিক হবে তা নির্ধারণের জন্য কাজ চলছে। তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করা হবে।
তবে, অন্য একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা সিরিয়ায় হামলার ইঙ্গিত দিয়ে বলেছেন, এখন সময় এসছে অন্য চিন্তা করার। তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যে সামরিক উপায় নিয়ে উঁচু পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
মার্কিন সিনিয়র কর্মকর্তারা তাদের ইউরোপীয় মিত্রদেরকেও সিরিয়া ইস্যুটি পুনর্মূল্যায়নের কথা বলেছেন।
সিরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জানা গেছে- সামরিক হামলা হলে আমেরিকা সিরিয়ার বিরুদ্ধে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে যাতে দামেস্কের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।