আমাদের কথা খুঁজে নিন

   

জৈন্তাপুরে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই ভাইস-চেয়ারম্যন প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।তবে এই ঘটনায় ভোটগ্রহণে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন কেন্দ্র সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ (তালা) ও আশিক আহমদের (মাইক) সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ভোট কেন্দ্রে ও এর আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহসানুল কবির জানান, ভোটকেন্দ্রের ৪০০ গজ বাইরে এ ঘটনা ঘটেছে। তাই ভোটগ্রহণে কোনো বাধার সৃষ্টি হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।