আমাদের কথা খুঁজে নিন

   

বিডিআরের বাধা উপেক্ষা : জৈন্তাপুরে জমি দখল অব্যাহত রেখেছে ভারত, ১৪ টি বাংলাদেশি গরু চুরি করেছে বিএসএফ



এত সাহস পায় কোথায় ওরা? বাংলাদেশটা কি আমরা ওদের কে লিখে দিয়েছি? কার আসকারায় বিডিআর কে কচু দেখাচ্ছে ভারত? সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিডিআরের বাধা উপেক্ষা করে নতুন নতুন এলাকা দখল ও চাষাবাদ অব্যাহত রেখেছে ভারতীয় নাগরিকরা। গতকালও বিএসএফের সহযোগিতায় সীমান্তের ১২৭৯ ওয়ান এস পিলার সংলগ্ন আলুবাগান এলাকায় জমি দখল করে পাওয়ারটিলার দিয়ে চাষাবাদ শুরু করে ভারতীয়রা। এ সময় বিডিআর তাদের বাংলাদেশ ভূখণ্ড ছেড়ে দিতে বললে পাত্তাই দেয়নি দখলদাররা। বিডিআরের পতাকা বৈঠকের আহ্বানেও সাড়া দেয়নি বিএসএফ। বাধা উপেক্ষা করে ভারতীয় নাগরিকরা চাষাবাদ অব্যাহত রাখায় জৈন্তাপুর সীমান্তজুড়ে বাংলাদেশী নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে, গত ১২ জুলাই বিএসএফের সহায়তায় ভারতীয় নাগরিকরা দিনদুপুরে বাংলাদেশী কৃষকদের ১৪টি গরু নিয়ে গেলেও গতকাল পর্যন্ত তা ফেরত দেয়নি। ফলে জীবন জীবিকা নিয়ে উত্কণ্ঠা এখন সীমান্ত এলাকার বাংলাদেশীদের মধ্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.