আমাদের কথা খুঁজে নিন

   

হযরত মাওলানা কালিম সিদ্দিকী দাঃ বাঃ এর বাংলাদেশে আগমন উপলক্ষে সামান্য আলোচনা ও সফর সূচি (নতুন সময়-সূচি)



মুফাক্কিরে ইসলাম সাইয়্যেদ আবুল হাসান আলী নদবী (রঃ) এর সুযোগ্য খলিফা, দায়ী, -এ ইসলাম হযরত মাওলানা কালিম সিদ্দিকী দাঃ বাঃ এর বাংলাদেশে আগমন উপলক্ষে সফর সূচি (নতুন সময়-সূচি) ও সামান্য আলোচনা।
হযরত মাওলানা কালিম সিদ্দিকী দাঃ বাঃ ভারতের এক আলোচিত নাম । যার
মাধ্যমে চার লাক্ষেরও অধিক লোক ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, এবং তিনি তার দাওয়াহ চালিয়া যাচ্ছেন,তার আনুসারিদের মাঝে এমন অনেক লোক আছে যাদের হাতে দৈনিক এক জন হলেও মোসলমান হচ্ছে। তার সম্পর্কে ধারনা পেতে হলে ভারতিয় নউমুসলিমদের ইমান জাগানিয়া কাহিনী পরে দেখতে পারেন,অথবা মন্দির থেকে মসজিদে, অথবা এলোর পথে পরে দেখতে পারেন।

অথবা এই লিঙ্ক পড়ে দেখতে পারেন Click This Link
Click This Link
২১/০২/২০১৪ ইং রোজ শুক্রবারঃ দিল্লি থেকে আগমন রাত ৯ টায় ।

রাতের খাবার ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সাহেবের বনানির বাসায় । রাত জাপন মান্ডায় মাও. যুবায়ের ভাইয়ের বাসায় ।

২২/০২/২০১৪ ইং রোজ শনিবারঃ বাদ ফযর সড়ক পথে সিলেট যাত্রা । সকাল-১১ টায় বিশ্বনাথ দশঘর বরঙ্গী মাদ্রাসা । বাদ যহর বয়ান সিলেট দরগাহ মাদ্রাসা।

বাদ মাগরিব থেকে কাজি বাজার মাদ্রাসা মাহফিলে বয়ান। রাতে সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা ।
২৩/০২/২০১৪ ইং রোজ রবিবারঃ সকালের নাস্তা বিশ্রাম ও বয়ান,দারুল মাআরিফ মাদ্রাসা । সকাল ১০ টায় হাঠহাজারি উদ্দেশ্যে রওয়ানা। বাদ যহর বয়ান।

বাদ আসর পটিয়ার ঊদ্দেশ্যে রওয়ানা। বাদ এশা পটিয়া মাদ্রাসায় বয়ান । রাত্রি যাপন মাদানী একাডেমী , চট্টগ্রাম ।

২৪/০২/২০১৪ ইং রোজ সোমবারঃ সকাল ১০ টায় বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা । সকাল ১১ টায় এয়ারপোর্ট থেকে সরাসরি মোমেনশহী এর পথে টঙ্গি দারুল উলুম মাদ্রাসায় যাত্রাবিরতি।

বাদ যোহর মোমেনশাহি মাসকান্দা মাদানী খানকাতে ওলামা, তলাবা ও দায়ীদের উদ্দেশ্যে বয়ান। বাদ আসর মোমেনশাহী বড়মসজিদে আম বয়ান। বাদ মাগরিব বগুড়ার উদ্দেশ্যে রওনা। রাত্রিযাপন বগুড়া জামিল মাদ্রাসা।

২৫/০২/২০১৪ ইং রোজ মঙ্গলবারঃ বাদ ফযর বগুড়া জামিল মাদ্রাসায় বয়ান।

নাস্তা ও আরাম করে সকাল ৯ টা তিরিশ মিনিটে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা। বিকালে জামিয়া রহিমীয়া জামতলা মাদ্রাসায় আম বয়ান। রাত ১১ টার ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা।

২৬/০২/২০১৪ ইং রোজ বুধবারঃ বাদ ফযর মসজিদুল আবর মিরপুর-১ এ নাস্তা ও বিশ্রাম সকাল ১০ টার পর আরজাবাদ মাদ্রাসায় মিরপুর মোহাম্মাদ জোনের দাওয়াতি প্রোগ্রামে অংশগ্রহন । বাদ মাগরিব কামরাঙ্গিরচর মাদ্রাসায় বয়ান।

বাদ এশা জামিয়া রহমানিয়া মুহাম্মাদপুর মাদ্রাশায় বয়ান ও রায়ের বাজার মাদ্রাসাতুস সাহাবা (রাঃ) মাহফিলে বয়ান। রাত যাপন হাতিরঝিল এ, কে এম ফযলুল করিম সাহেবের বাসায়।

২৭/০২/২০১৪ ইং রোজ ব্বৃহস্পতিবারঃ বাদ ফযর নাস্তা ও সকাল ৮টায় বয়ান নবাবগঞ্জ টিকুরপুর মুফতি জাকির সাহেবের মাদ্রাসায়। বাদ যোহর থেকে মাগরিব পর্যন্ত জামিয়াতু ইব্রাহিম সাইনবোর্ড দাওয়াহ প্রোগ্রামে অংশগ্রহন । বাদ এশা আলোচনা মালিবাগ মাদ্রাসায় ।

রাত ১০ টার পর মান্ডা মারকাজুল উলুম মাদ্রাসায় মাহফিলে বয়ান। রাত যাপন বারিধারা মাদ্রাসায়।

২৮/০২/২০১৪ ইং রোজ শুক্রবারঃ বাদ ফযর নাস্তা মাওলানা এমদাদুল আড়াইহাজারি (রঃ) এর মাদ্রাসায়। সকাল ৮ থেকে বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত দাওয়াহ প্রশিক্ষন কর্ষে আলোচনা। ইসলামি দাওয়া ইনিস্টিটিউট-এ সাপ্তাহিক দাওয়াহ কোর্সের উদ্বোধন কপ্রবেন ও জুময়ার নামায আদায় মান্ডা বাইতুল জামে মসজিদে।

বাদ আসর বাড্ডা জহির ভাইয়ের বাসায়।

বিস্তারিতঃ-

মুফতি-যুবায়ের আহমেদ
পরিচলক, ইসলামি দাওয়াহ ইনস্টিটিউট
০১৯১৭৫৯৭৫৫১,০১৭৭২১১৩৩২০৯।







অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.