টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। আর সাত রান যোগ হতে প্যাভিলিয়নে ফেরেন মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলও। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় বড় কোনো জুটিই হয়নি। আট উইকেটে তারা তুলতে পারে মাত্র ১১৬ রান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন গেইল।
আইরিশদের পক্ষে দুটি করে উইকেট নেন দুই পেসার টিম মুর্তাঘ, অ্যালেক্স কিউস্যাক ও পেসার অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন।
জবাবে আট রানে দুই উইকেট হারালেও এড জয়েস ও অ্যান্ড্রু পয়েন্টারের ৫৮ রানের জুটিতে পাঁচ বল আগেই লক্ষ্যে পৌছে যায় আয়ারল্যান্ড। ৪০ রানে অপরাজিত থাকন জয়েস আর পয়েন্টার করেন ৩২ রান।
১৮ রানে দুই উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বাদ্রি।
শুক্রবার এই মাঠেই হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।