বাগেরহাটের কচুয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে একটি হরি মন্দিরে আগুন দিয়ে ও একটি মনসা মন্দিরে ভাঙচুর করে ফেঁসে গেছেন দিবা পরামানিক ওরফে দিবা নাপিত নামের হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি। বুধবার গভীর রাতে কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের একটি বাড়ির পারিবারিক দুটি মন্দিরে আগুন দিয়ে ও ভাঙচুর করে একটি মামলার বাদী পক্ষকে ফাঁসাতে গিয়ে এমন কাণ্ডটি ঘটান দিবা পরামানিক নামের ওই ব্যক্তি। কচুয়া থানা পুলিশ বাদী হয়ে এ ঘটনায় জড়িত দিবা পরামানিকসহ সাতজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, প্রতিবেশী ও একটি মামলার বাদী পক্ষ ননীগোপাল সরকারসহ তার পরিবারের সদস্যদের ফাঁসাতে আলোচিত ওই মামলার আসামি মৃত অনিল পরামানিকের ছেলে দিবা পরামানিক ১৫ বছরের পুরাতন একটি হরি মন্দিরে আগুন ও একটি মনসা মন্দির ভাঙচুর করে। বুধবার গভীর রাতে ননীগোপাল সরকারসহ প্রতিবেশীরা মন্দিরে আগুন জ্বলতে দেখে তা নিয়ন্ত্রণে আনে। একই সময় পাশর্্ববর্তী তপন কুমার কবিরাজের একটি মনসা মন্দিরে প্রতিমা ভাঙচুর করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে এলে জড়িতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি ও মিথ্যা মামলা দিয়ে বাদী পক্ষকে ফাঁসানোর অপকৌশল অবলম্বন করায় জড়িত দিবা পরামানিকসহ সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত দিবা পরামানিকসহ আসামিদের আটকের চেষ্টা চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।