আমাদের কথা খুঁজে নিন

   

মামলা তুলে নতিে বাদীকে হুমকী টঙ্গীতে মামলা করে সন্ত্রাসীদরে ভয়ে পালয়িে বড়োচ্ছে এক যুবলীগ নতো

মোঃ বেলায়েত উল্লাহ

ঃ- টঙ্গীতে গাজীপুর পরিবহন লিঃ এর চার পরিচালকের কাছে ৭ মাসের বকেয়া পাওনা বাবদ ৫৬ হাজার টাকা চাইতে গিয়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচেছ টঙ্গী পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মোঃ মামুন ও তার পরিবারের সদস্যরা। বর্তমানে ভাড়াটিয়া সন্ত্রাসীরা যুবলীগ নেতা কে আদালত থেকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী ও ভয়ভীতি দেখাচেছ বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ভুক্তভোগী মামুন গাজীপুর বিজ্ঞ জুডিশিয়ান ম্যাজিষ্ট্রেট আদালতে পাঁঁঁচ লক্ষ টাকা ক্ষতিপুরণ বাবদ একটি মানহানী মামলা (৯৫/১০) দায়ের করেন। জানা যায়, টঙ্গী পুব আরিচপুর এলাকার বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মোঃ মামুন গাজীপুর পরিবহন লিঃ এর কাউন্টার ম্যানেজার ও পরে চেকার হিসেবে চাকুরী করেন দীর্ঘ ৬/৭ বছর যাবৎ। গত ৬/৭ মাসের বকেয়া পাওনা বাবদ ৫৬ হাজার টাকা চাওয়াকে কেন্দ করে অন্যায় ভাবে মামুনকে টাকা পরিশোধ না করে চাকুরীচ্যুত করে পরিবহন পরিচালকরা।

এ নিয়ে পরিবহন মালিক ও ভুক্তভোগী যুবলীগ নেতা মামুনকে নিয়ে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও টঙ্গী থানা দলীয় নেতা কর্মীদের নিয়ে টঙ্গীতে একাধিক বৈঠক অনুষ্টিত হয়। এরপর ও ঘটনার কোন সুরাহা হয়নি। বর্তমানে যুবলীগ নেতা মোঃ মামুন শ্যামলী পরিবহনে চাকুরী করছেন। এ ঘটনার জের ধরে গাজীপুর পরিবহন কর্তৃপক্ষের উল্লেখিত চার পরিচালক বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে মামুনকে সামাজিক ও মানসিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে “চোরা মামুন” বলে মিথ্যে অপপ্রচার চালান। তারা টঙ্গী এলাকায় মামুনের নামে পোষ্টার বিতরণ করেছে।

যুবলীগ নেতা মোঃ মামুন গাজীপুর পরিবহন লিঃ এর চার পরিচালক সামদানী খন্দকার,জীবন কুমার বিশ্বাস,সামছুদ্দিন আহম্মেদ ও নুরুল হক ওরফে রতন এর বিরুদ্ধে গত ২৩ সেপ্টেম্বর ২০১০ সালে ৫ লক্ষ টাকার একটি মামহানী মামলা দায়ের করেন। যার মামলা ৯৫/১০। দায়েরকৃত মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। বর্তমানে যুবলীগ নেতার মামলাটি তুলে নেওয়ার জন্য গাজীপুর পরিবহনের চার পরিচালক তাদের পালিত ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত যুবলীগ নেতা মোঃ মামুনকে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দিয়ে আসছে বলে মামুন অভিযোগ করেন। এঘটনায় মামুন জীবনের নিরাপদের জন্য টঙ্গী থানায় একটি জিডি করেন।

যার জিডি নং-৩৭৬ও ৫৮৮। বর্তমানে মোঃ মামুন ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভূগছে। তাই সে স্থানীয় প্রশাসন সহ সরকারের বিভিন্ন আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.