রোববার ফাইনালে তিনি ৬-৪, ৬-৩ গেমে চীনের লি নাকে হারিয়েছেন।
গত বছর প্রথম বারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই শিরোপা জিতেছিলেন শারাপোভা।
শিরোপা ধরে রাখতে পেরে এই রুশ তারকা দারুণ খুশি। তিনি বলেন, “ভেবেছিলাম আজ (রোববার) আমাকে তিন সেট খেলতে হবে। জানতাম এটা কঠিন একটা ম্যাচ হবে।
কারণ এই সপ্তাহে সে (লি না) দারুণ খেলেছে। ”
“আমি খুব ভাগ্যবতী যে শিরোপা জিততে পেরেছি। অস্ট্রেলিয়ায় সে আমাকে হারিয়েছিল। আমি তাই প্রতিশোধ নিতে চেয়েছিলাম। ”
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে লি নার কাছে হেরে গিয়েছিলেন শারাপোভা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।