ভালবাসা দিবসে ভারতে মুক্তিপ্রাপ্ত ‘গুণ্ডে’ ছবিটির বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগের প্রেক্ষিতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্ম বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে এবং দুঃখ প্রকাশ করেছে।
যশরাজ ফিল্ম তাদের ফেসবুক পেইজ ও ওয়েব সাইটে এক বিবৃতি দিয়ে ক্ষমা ও দুঃক্ষ প্রকাশ করেন।
বিবৃতিতে যশরাজ ফিল্ম জানায়, গুণ্ডে ছবির যে অংশটি নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে তার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো সর্ম্পক নেই। ১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধাবোধ রয়েছে। তারপরও বাংলাদেশের কেউ দুঃখ পেয়ে থাকলে তার জন্যে আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।
উল্লেখ্য, ‘গুণ্ডে’ ছবিটির শুরুর অংশে ১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত মহান মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে চালিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি এই যুদ্ধের ফলে বাংলাদেশ নামকে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়েছে বলেও দাবি করা হয় ছবিটিতে। যা বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ মেনে নিতে পারেনি। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদ শুরু করে। যা যশরাজ ফিল্মসের দৃষ্টিগোচর হয়।
বাঙ্গালীরা এই মুভির imdb রেটিং এর ১২ টা বাজাইয়া দিছে..
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।