আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন

চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ 'এমভি ঈগল-১' আগুনে পুড়ে গেছে। আগুনে লঞ্চটির তৃতীয় তলা সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় লঞ্চটির দ্বিতীয় তলাও। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রবিবার ভোরে লঞ্চটি চাঁদপুর ঘাটে ভেড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

দমকল বাহিনী ও লঞ্চ কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লঞ্চের সুপারভাইজার মো. জামাল হোসেন জানান, যাত্রী উঠানোর জন্য লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় হঠাৎ তিনতলায় আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী তিনতলা বিশিষ্ট 'এমভি ঈগল-১' লঞ্চটি প্রতিদিন চাঁদপুর লঞ্চঘাট থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।