আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাইকৃত তিন আসামির সহযোগী আটক

ময়মনসিংহের ত্রিশাল থেকে পুলিশের প্রিজন ভ্যানে বোমা হামলা চালিয়ে ছিনতাইকৃত মৃত্যুদন্ড প্রাপ্ত জেএমবি’র তিন আসামির সহযোগী জাকারিয়া (২৫) কে সখীপুর থেকে গাড়িসহ আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১১ টার দিকে কালো রঙের ভক্সি মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ১১-৬০৪৮) সাগরদিঘী-সখীপুর সড়কে ফিল্মি স্টাইলে ভাঙচুর করে পালানোর চেষ্টা করে। এ সময় সখীপুর থানার সামনে পৌঁছলে পুলিশ ও জনতা গাড়িটির গতিরোধ করতে ব্যর্থ হয়। পরে পুলিশ-জনতা গাড়িটির পিছু নেয়। অবস্থার বেগতিক দেখে ঢাকা-সখীপুর সড়কের প্রশিকা এলাকায় গাড়িটি রেখে আসামিরা পালিয়ে যায়।

এ সময় স্থানীয় জনতা গাড়ির চালক জাকারিয়া(২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ এসময় গাড়ি থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, ৪টি মোবাইল সেট ও রড কার্টারসহ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেন।

এ সময় মূল আসামিরা গাড়ি থেকে যোগে দ্রুত পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ, র‌্যাব ও বিজিবি’র সদস্যরা সখীপুরের ও আশাপাশের এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে। 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।