আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের থ্রিডি সেন্সর স্মার্টফোন

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডেভেলপারদের জন্য ২০০টি প্রোটোটাইপ স্মার্টফোন বানিয়েছে গুগল। স্মার্টফোনটির উপযোগী অ্যাপ তৈরির গুরুদায়িত্ব এখন ওই ডেভেলপারদের।
চারপাশের ত্রিমাত্রিক পরিমাপের জন্য স্মার্টফোনটিতে আছে একাধিক সেন্সর। যা প্রতি সেকেন্ডে আড়াই লাখ থ্রিডি পরিমাপ নিতে সঙ্গে সঙ্গে থ্রিডি ম্যাপ আপডেট করতে সক্ষম।
গুগল জানিয়েছে, স্মার্টফোনটির থ্রিডি সেন্সরের দিয়ে এটি ব্যবহার করা যাবে ইনডোর ম্যাপিং আর গেইমিংয়ে। স্মার্টফোনটির  ইনডোর ম্যাপিংয়ের ওই প্রযুক্তি অপরিচিত স্থানে অন্ধদের চলাফেরাও সহজ করে দিতে পারবে।
স্মার্টফোনটি বানিয়েছে গুগলের ‘অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রজেক্টস (এটিএপি) ইউনিট। প্রজেক্ট ট্যাংগোর অংশ হিসেবে স্মার্টফোনটি বানিয়েছে এটিএপি। এতে গুগলকে সহযোগীতা করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি গবেষকরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।