চলচ্চিত্র জগতের এসময়ের আলোচিত তারকা জুটি অনন্ত-বর্ষাকে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে না। কারণ, এই দুই তারকা পবিত্র ওমরা হজ পালন করতে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
সম্প্রতি 'মোস্টওয়েলকাম-২' ছবিটি দেশে ও দেশের বাইরে বিভিন্ন লোকেশনে শুটিং শেষ করে এখন ওমরা পালন করতে যাচ্ছেন তারা।
এরই মধ্যে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনের মডেল হয়ে ব্যাপক আলোচনায় আসেন তারা দুজনেই। শুধু তাই নয়, বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন অনন্ত ও বর্ষা।
উল্লেখ্য, গত বছর ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছবি 'নিঃস্বার্থ ভালোবাসা' দিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক সুনাম কুড়িয়েছেন আলোচিত এ জুটি। এছাড়াও 'খোঁজ দ্য সার্চ' ও 'মোস্টওয়েলকাম' ছবিগুলোও ব্যবসায় সফল হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।