আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি প্রবাসীদের ওমরা হজ্ব (একটি ছবি ব্লগ)

স্বাগতম

মক্কার লোক নাকি হজ্ব পায়না! কিন্তু হজ্ব পেলেও সৌদিতে যারা কাজ করেন তাদের অনেক আত্মীয়রাই নাকি বলেন চাকুরীর সুবাদে হজ্ব তাই ছোয়াবের পরিমান হবে কম !! যাইহোক দুটো হজ্ব আর ৮/৯বার ওমরা করার তৌফিক মহান আল্লাহতায়ালা আমাকে দিয়েছেন এই দেশে চাকুরী করছি বলেই। আমি থাকি আল-খুবার শহরে । এখান থেকে মক্কার দুরত্ব প্রায় ১৪৮০কিমি। বাসে যেতে সময় লাগে প্রায় ১৫ ঘন্টা। বেশীর ভাগ মুছল্লী বুধবার বিকেলে রওয়ানা দেন মক্কাতে ওমরা করতে,কেউ তিন দিনের কেঊবা চারদিনের প্যাকেজ ট্যূরে।

যেমন আমি গিয়েছিলাম চারদিনের মক্কা-মদিনা ট্যূরে। বাস ভাড়া জন প্রতি ৯০রিয়াল ও রুমভাড়া দিন প্রতি ৫০রিয়াল(চার বেড)। এখন অফ সিজন বলে ভাড়া কম। রোজা যত নিকটে আসবে ভাড়া ততটা বারতে থাকবে। যাইহোক এখন দেখুন আমার মোবাইলে তোলা কিছু ছবি।

আগে মক্কার ছবি তোলার কথা কল্পনাও করা যেতনা কিন্তু আজকাল সিকিউরিটি তেমন বাধা দেয়নানা। তাই প্রথম বারের মতো আমার তোলা কিছু ছবি(আল্লাহ মাফ করুন)ঃ পবিত্র মদিনার দ্বারপ্রান্তে মদিনা শরিফের বাইরের দৃশ্য রোদ থেকে রক্ষার জন্য বাইরে বিশাল ম্যাকানিকাল ছাতা লাগানো হয়েছে। রোদ চলে গেলে এগুলো গুটিয়ে ফেলা হয়,নিচের ছবিতে দেখা যাচ্ছে অর্ধেক ছাতা গুটিয়ে রাখা হয়েছে। অজু করার জন্যে এসকেলেটরে করে ভূ-গর্ভের টয়লেটে যাচ্ছে ভূ-গর্ভের অজুখানা মদিনা শরিফের ভিতরের অংশ এশা্র নামাজের সময়ে তোলা মদিনা শরিফের ছবি কাবা ঘড়ের কিছু ছবি কাবা ঘড়ের বাইরের কিছু ছবি সাফা মারুয়া পাহাড়ের সাই করার দৃশ্য বর্তমানে ইসলামী লাইব্রেরী কিন্তু এটাই নাকি মোহাম্মদ(সঃ)এর জন্মস্থান বা ঘড় এবং নিচের ছবিটি তার পাশেই জমজমের পানির লাইন নিয়ে এসেছে যাতে হাজীরা সংগ্রহ করতে পারেন হোটেলের বারান্দা থেকে তোলা মক্কা নগরীর ছবি আমাদের বহনকারী মার্সিডিস-০৪০৪ বাস এবং মক্কাতে আমি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.