আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদীর পক্ষে যুক্তিতর্ক চলছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের ওপর দশম দিনের মত যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ ৩৪তম দিনের মতো এ মামলার শুনানি গ্রহণ করেন। শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান অংশ নেন। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। এ মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

গতকালের শুনানিতে সাঈদীর বিরুদ্ধে ১৯তম অভিযোগ অর্থাৎ জোরপূর্বক হিন্দুদের ধর্মান্তকরণের বিষয়ে আসামি পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। অ্যাডভোকেট শাহজাহান ট্রাইব্যুনালের রায় থেকে ১৯তম অভিযোগ পড়ে বলেন, মধুসূদন ঘরামী, কৃষ্ণ, অজিত কুমার শীল, বিপদ সাহা, গৌরাঙ্গ সাহা, ফকির দাস, হরিদাস, মহামায়া, অন্নরানী, কমলারানীসহ ১০০-১৫০ জন হিন্দুকে জোর করে ইসলাম গ্রহণ করানোর পর তাদের তসবি, টুপি ও জায়নামাজ দিয়ে মসজিদে যেতে এবং নামাজ পড়তে বাধ্য করানোর অভিযোগে সাঈদীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মীর কাসেমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গতকাল নবম সাক্ষী মো. সালাউদ্দিন ও ছুট্টু মিয়া ও দশম সাক্ষী মো. জাকারিয়া ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দেন। জবানবন্দি গ্রহণ শেষে সাক্ষীদের জেরা করেন আইনজীবী মিজানুল ইসলাম।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.