আমাদের কথা খুঁজে নিন

   

Auto Pilot এর জগতে আপনাকে স্বাগতম!! এবার অনলাইনে আয় হবে ধুমছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

সালাম । লেখার শুরুতেই আপনাদের একটি জোক বলব।
একবার এক অলস ব্যক্তি একটি আম গাছে নীচে বসে আরাম করছিল। কিছু দূরে গাছ হতে একটি পাকা আম পরল। কিন্তু লোকটা এতটাই অলস যে আমটা নিয়ে খাওয়ার মত তার কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু আমসে খাবেই।

পথে এক লোক যাচ্ছে তার কাজে, অলস ব্যক্তিটি তাকে ডাক দিয়ে বলল, ভাই আমটা একটু আমাকে খাইয়ে দেবেন? লোকটা মনে মনে চিন্তা করল নিশ্চই প্রতিবন্ধী অথবা কোন রোগে আক্রান্ত। তাই সে খাওয়াতে লাগল। কিছু ক্ষন পর পথিকটি জিজ্ঞেস করল ভাই আপনার এই অবস্থা হল কিভাবে? অলস ব্যক্তিটি বলল না ভাই। আমি ভাল আছি, আমি আসলে একটু অলস তো তাই নিজে ছুলে খেতে ইচ্ছা করছে না। পথিকটির মাথা গরম হয়ে গেল।

সে কিছু না বলেই অলসকে মারতে আরম্ভ করল। কিছু দূরেই গাছের ছায়ায় বসা এক মানুষ আরো উৎসাহ দিচ্ছে তাকে মারার জন্য। তখন পথিক তাকে জিজ্ঞেস করল ভাই আপনি কেন এরকম করছেন? তখন লোকটি বলল ভাই ওই হারামিরে বলছিলাম, আমার মুখে এক কুকুর মূত্র ত্যাগ করছে, তাকে যেন তাড়াই দে। কিন্তু সে দে নাই।
ভাইয়েরা আমার যাদের এই রকম অবস্থা তাদের জন্য আমার আজকের এই টিউন।



অনেকের হোস্টিং ডোমেইন নিয়ে ব্লগ সাইট খুলছেন কিন্তু লিখতে বিন্দু মাত্র ইচ্ছা বা শক্তি নেই, তাদেরকে বলব, অটো ব্লগিং রোবট ব্যবহার করুন। কিভাবে পাবেন? গুগলে সার্চ দেন। সেটা করারও শক্তি না থাকলে আমাকে বলতে পারবেন।

আপনার সাইট কি পেনাল্টি হবে?
না ভাই, যদি আপনি লেখার শেষে সোর্চ দেন হবে না।
আপনি যদি নিউজ সাইট চালান কিন্তু টাইমের অভাবে সাংবাধিকতা করছেন না, তাহলে auto blogging করে আপনার সাইট হতে টাকা কামান।


সুবিধাঃ
আপনার ছোট সাইটকে বড় করে তুলুন।
অটো নিউজ পাব্লিস
এফিল্কেট
কিভাবে টাকা আয় করবেন?
বিভিন্ন এড ফার্মে একাউন্ট খুলে আপনার সাইটে এড দেখান।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।