আমাদের কথা খুঁজে নিন

   

Windows 7 এই চালান Auto CAD এর যে কোন ভার্সন ।



প্রথম যখন windows 7 ইন্সটল করলাম আমার কম্পিউটারে, কম্পিউটারের মেশিন-মেশিন চেহারটা যেন হঠাৎই পাল্টে গেলো আমার কাছে। এর থীম, ওয়ালপেপার, বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হলেও সংগত কারনেই অল্প সময়েই মিইয়ে গেল আমার মুগ্ধতা। পেশাগতভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কাজ করি বলে Auto CAD আমার কাছে কাছে খুবই গুরুত্বপূর্ণ। Auto CAD এর লেটেস্ট ভার্সন বাজারে এলেও 2006/07 এই কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করি আমি। তাই প্রথমেই ইন্সটল করলাম Auto CAD 2006. কিন্তু একি………….....!সবই চলছে, শুধু চলছেনা Auto CAD টাই।

ভীমরি খেলেও থেমে গেলাম না। খুজে চললাম সমাধান......!! অবশেষে পেলাম ও........ টেকি ভাইয়েরা হয়তো ভালই জানেন সমাধান; আমার মত সাধারন ইউজারদের কথা ভেবেই শেয়ার করছি আপনাদের সাথে। হয়তো কারও কাজে লাগতেও পারে...... প্রথমেই স্বাভাবিক ইন্সটলেশন সম্পন্ন করুন Auto CAD এর কাংখিত ভার্সন। ইন্সটলেশন শেষে desktop এ CAD icon এর উপর mouse এর right button cclick korun. propertise এ যান তারপর properties থেকে compability তে click korun. সেখান থেকে run this program in compability mode for: Windows XP (service pack 3) select করে check box এ টিক দিন। নিচের দিকে Run this program as an administrator check box এ টিক দিন।

এরপর change settings for all users এ click করুন। এরপর apply ও ok তে click করুন। আবারও apply ও ok তে click করুন । ব্যাস, কাজ শেষ। এরপর শুনু্নতো কে বলে windows 7 এ Auto CAD এর পুরোন ভার্সন চলেনা............................!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.