আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াটসঅ্যাপের সর্বনাশে টেলিগ্রামের পৌষ মাস

হোয়াটসঅ্যাপের জটিলতায় ব্যবহারকারীরা বিকল্প হিসেবে ঝুঁকেছেন টেলিগ্রাম অ্যাপটির উপর। ফলে একদিনের মধ্যে টেলিগ্রামের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ লাখ, ৪৮ দেশের শীর্ষ আইফোন অ্যাপও এখন এটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, কেবল রোববারে ৪৯.৫ লাখ নতুন ব্যবহারকারীর যোগ করার খবর নিশ্চিত করেছে টেলিগ্রাম। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রতি সেকেন্ডে ১০০ নতুন ব্যবহারকারীর রেজিস্ট্রেশনের ঘটনাও ঘটেছে রোববার।
প্রতিষ্ঠানটির এক টুইটার পোস্ট অনুযায়ী, নতুন ব্যবহারকারীদের রেজিস্ট্রেশনের চাপে কারিগরি জটিলতা দেখা দিয়েছিল খোদ টেলিগ্রামের ইউরোপিয়ান সার্ভারে।


হঠাৎ করেই টেলিগ্রামের এই জনপ্রিয়তার একটি বড় কারণ হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ফেইসবুক হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ায় অ্যাপটির ভবিষ্যত এবং সেবা নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন এর অনেক ব্যবহারকারী। আর শনিবার ৩ ঘণ্টার জন্য হোয়াটসঅ্যাপের সেবা বন্ধ ওই ঘটনায় যেন বাস্তবে পরিণত হয়েছিল তাদের সেই আশংকা। ফলে হোয়াটসঅ্যাপ ছেড়ে বিকল্প হিসেবে টেলিগ্রামের দিকে ঝুঁকেছেন তাদের অনেকেই।
টেলিগ্রামের নির্মাতা হলেন রাশিয়ার শীর্ষ সোশাল নেটওয়ার্ক ভিকের(VK) প্রতিষ্ঠাতা নিকোলাই ও পাভেল দুরোভ ভাতৃদ্বয়।

হোয়াটসঅ্যাপের সঙ্গে টেলিগ্রামের মূল পার্থক্য, ক্লাউডভিত্তিক এবং এনক্রিপ্টেড মেসেজিং সেবা দিয়ে থাকে টেলিগ্রাম। ডক, জিপ, এমপিথ্রির মতো বিভিন্ন ধরনের ফাইল শেয়ার করার সুযোগ রয়েছে টেলিগ্রামে। তাছাড়া স্মার্ট ডিভাইস ছাড়াও ডেস্কটপ বা ল্যাপটপ পিসি থেকেও অ্যাকসেস করা যায় টেলিগ্রামের মেসেজগুলো।
খুব শিগগিরই টেলিগ্রাম বিক্রি করে দেওয়ার কোনো ইচ্ছে নেই এবং টেলিগ্রাম সবসময়ই বিনামূল্যে দ্রতগতির এবং নিরাপদ সেবে দেবে, প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে এমনটাই বরেছেন এর নির্মাতারা।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।