আমাদের কথা খুঁজে নিন

   

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গ্যালাক্সি এস৫-এও

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের আইফোন ৫এস-এর মতোই জিএস৫-এর মেইন বাটনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটি আনলক করতে হলে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে হবে নিজের আঙ্গুলের ছাপ দিয়েই।

তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করলেও ওই আঙ্গুলের ছাপ ঠিক কিভাবে ও কোথায় সংরক্ষণ করা হবে সে বিষয়ে নিশ্চুপ রয়েছে স্যামসাং।

স্মার্টফোনটি আনলক করা ছাড়াও জিএস৫-এর আনকোড়া নতুন ফিচার ‘পেমেন্ট বাই ফিঙ্গার’-এর মূল ভিত্তিও ওই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো। অনলাইন বা মোবাইল পেমেন্টর নিরাপত্তা নিশ্চিত করতে শীর্ষ মোবাইল সেবাদাতা পেপালের সঙ্গে জোট বেঁধেছে স্যামসাং।

জিএস৫ থেকে পেপালের মাধ্যমে নিরাপদে মোবাইল লেনদেন নিশ্চত করতে কাজে আসবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এছাড়াও জিএস৫-এর প্রাইভেট মোড ব্যবহার করে স্পর্শকাতর আর গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষন করতে হলেও ব্যবহার করতে হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

শুধূ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরিই নয়, জিএস৫-এর অন্যান্য ফিচার নিয়েও ডব্লিউএমসিতে ব্যাপক সাড়া পেয়েছে স্যামসাং। ব্যাটারি বাঁচাতে স্মার্টফোনটিতে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট (সাদা-কালো) মোড। ডিসপ্লের পেছনে খরচ হওয়া বিদ্যুৎ শক্তি সাশ্রয় কমিয়ে দিয়ে এবং মেসেজ এবং ভয়েস কল এবং অন্যান্য অতিপ্রয়োজনীয় ফিচার বাদে অন্য সবকিছু বন্ধ করে দিয়ে ব্যাটারি বাঁচাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড।

এছাড়াও স্যামসাংয়ের দাবি জিএস৫-এ আছে বিশ্বের দ্রুততম অটো ফোকাসিং ক্যামেরা। এপ্রিল মাসে বিক্রি শুরু পানি ও ধুলা নিরোধক গ্যালাক্সি এস৫।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.