বুধবারের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতি শেষে প্রশ্নোত্তর পর্বের পর পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখেন উষাতন তালুকদার।
তার বক্তব্যের পর দিনের কার্যসূচি অনুযায়ী অর্থমন্ত্রীর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসএসি)প্রতিবেদনটি উপস্থাপনের জন্য মুহিতের দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার।
অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “মাননীয় অর্থমন্ত্রী আপনার একটি প্রতিবেদন উপস্থাপন করার কথা। মাননীয় মন্ত্রী আপনি কি প্রতিবেদনটি উপস্থাপন করবেন?
“মাননীয় মন্ত্রী আপনি কি প্রতিবেদনটি উপস্থাপন করবেন? মাননীয় মন্ত্রী আপনি কি প্রতিবেদনটি উপস্থাপন করবেন?” কয়েকবার বলেন শিরীন শারমিন।
স্পিকারের ডান দিকে ট্রেজারি বেঞ্চের চতুর্থ আসনটি অর্থমন্ত্রীর হলেও তিনি তখন ছিলেন না ওই আসনে।
অধিবেশন কক্ষের মাঝামাঝি তৃতীয় সারিতে বীরেন শিকদারের পাশে বসে কথা বলছিলেন মুহিত।
ফাইল ছবি
ঠিক তখন স্পিকার পুনরায় মুহিতের উদ্দেশে বলেন, “মাননীয় অর্থমন্ত্রী, আপনি কি একটু আপনার সিটে আসবেন? আপনার আসনে আসবেন?”
এরপর অর্থমন্ত্রী ধীর গতিতে হেঁটে তার আসনে গিয়ে ওই প্রতিবেদনটি উপস্থাপন করেন।
এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ছিলেন না। সংসদ নেতা, উপনেতা এবং কৃষিমন্ত্রীর পরেই বসেন অর্থমন্ত্রী।
ট্রেজারি বেঞ্চে এসময় ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।