আহসান জামান
নাগরিক রাত নামে; শূন্যতার ছায়ায়
ভরে ওঠে ভূতুমচোখের উঠান। শান্তহাওয়ায় চড়ে
ঘুম নামে, চড়ুই কলহ থেমে গেছে রাতের ভারে।
কদমের গন্ধে ভেসে শ্রাবণের জল গেছে থেমে।
কেবল কয়েকটি বিচ্ছিন্ন জোনাকী করে
আলোর কানাকানি। চারিদিকে নেমেছে অবাক অন্ধকার;
নেভানো আলো ভিতর জীবনের কেনাবেঁচা চলে;
সোনার মোহরে কেনে পাপের উষ্ণতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।