অনেক দিন পর আবার লিখতে বসলাম। আপনাদের দোয়ায় বিসিএস প্রিলিমিনারিতে চান্স পেয়েছি। এখন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে সময় কাটে। চাকরির পাশাপাশি পড়াশোনা অনেক ঝামেলার। তাই বিজ্ঞানের খাতা লেখালেখি আর হয়ে উঠছে না।
বিজ্ঞানের খাতার পাঠকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তথ্য উপাত্ত নিয়ে লেখা এখন সম্ভব না। আপনাদের জন্য জানা অজানা কিছু মিনি টিউন নিয়ে হাজির হব মাঝে মাঝে। আশা করি আপনার জানার ভান্ডারকে এটা সমৃদ্ধ করবে। আমার জন্য দোয়া করবেন।
মানবসভ্যতাকে বর্তমানে অবস্থানে নিয়ে আসার জন্য আগুনের অবদান অপরিসীম। আবার আগুনের করাল গ্রাসে মানবসভ্যতা বারবার বিপর্যয়ের শিকার হয়েছে। তাই আগুন পেয়েছে কখনো দেবতার আসন আবার সেই আগুনকেই স্থান দেয়া হয়ে জাহান্নাম, দোযখ, নরক, হেলে।
কোথাও আগুন লাগলে সবাই পানি ভর্তি বালতি হাতে ছুটে যায় আগুন নেভাতে। সাপ আর বেজীর যেমন সম্পর্ক ঠিক সেই একই রকম সম্পর্ক আগুন এবং পানির।
আচ্ছা সব আগুন কি পানি দিয়ে নেভানো যায়। আপনি ভাবছেন যায়। আসলে পেট্রোলের আগুন পানি দিয়ে নেভানো যায় না। কিন্তু কেন? পেট্রোলের আগুনের উত্তাপ সাধারন আগুনের উত্তাপের তুলনায় অনেক বেশী। তাই যখন পেট্রোলের আগুনে পানি ঢালা হয় তখন পানি বিশ্লিষ্ট হয়ে যায়।
তাছাড়া পেট্রলের তুলনায় পানির ওজন বেশী। তাই যেটুকু পানি অবশিষ্ট থাকে তা নিচে চলে যায়। ফলে পেট্রোলের আগুন পানি দিয়ে নেভানো যায় না। বালি দিয়ে কি পেট্রোলের আগুন নেভানো সম্ভব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।