কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া (কাপ-পিরিচ) ও বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রহমান বাদল (দোয়াত-কলম) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের আতাকরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ভোট কেন্দ্রসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এঘটনায় ভোট দিতে আসা নারী ভোটারা দিক-বিদিক ছুটাছুটি করতে থাকেন।
এ সম্পর্কে লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ বিষয়ে আমি অবগত নই। তবে খবর নিয়ে দেখছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।