আমাদের কথা খুঁজে নিন

   

শ্যামনগরে ভোট কেন্দ্রের সামনে থেকে বোমা সহ এক যুবক আটক

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা নির্বাচনে জয়নগর ভোট কেন্দ্রের সামনে থেকে ১টি তাজা হাত বোমা ও ৯ টি চকলেটবাঁজি সহ হাফিজুর রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সে উপজেলার জয়নগর গ্রামের আবু মুসার ছেলে।

শ্যামনগর থানা পুলিশ গ্রেফতারকৃত ওই যুবককে থানা হাযতে আটক রেখে জিঙ্গাসাবাদ করছে। তবে পুলিশ জানিয়েছে নাশতার উদ্দেশ্যে ও ভোট কেন্দ্রে আতংক সৃষ্টি করার জন্য ওই যুবক বোমা হামলার পরিকল্পনা করছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

শ্যামনগর থানার ওসি ছগির মিয়া জানান, দুপুর আড়াইটার দিকে হাফিজুর রহমান নামের একটি যুবক জয়নগর কেন্দ্রের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল।

এসময় নির্বাচনের দায়িত্বে থাকা মোবাইল টিম তাকে আটক করে। পরে ম্যাজিষ্ট্রেট খন্দকার রেজাউল করিমের উপস্থিতিতে পুলিশ তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে দেশি তৈরী ১টি তাজা বোমা ও ৯টি চকলেট বাঁজি উদ্ধার করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে।

এদিকে সকাল সাড়ে ৯ টার দিকে নকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহনের সময় কেন্দ্রের সামনে আধিপত্তর বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত দোয়াত কলম প্রতিকের প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ ও আওয়ামীলীগের বহিঃস্কৃত স্বতন্ত্র প্রার্থী চিংড়ী মাছ শফিউল আজম লেলিন সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়।

এসময় উভায় গ্রুপের মুজিবর  রহমান ও হাফিজুর রহমান আহত হয়।

এ ছাড়া উপজেলার মোট ৮৬ টি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন শেষ হয়। এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি, আওয়ামীলীগ, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।