সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ গভীর রাতে নাগবাটী সার্বজনীন বাসন্তী পূজা মন্ডপের ৫টি প্রতীমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
পূজা মন্ডপের সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল জানান, শতাধিক বছরের ঐতিহ্য এ পূজা করার জন্য ৪৭সালে দেশ ভাগ হওয়ার পূর্বে ঠাকুররা ২ একর ১৭ শতক জমি মৌখিক ভাবে দান করে। সেই থেকে এ জমির আয়ের অর্থ দিয়ে বাসন্তী পূজা উদযাপন করা হয়ে থাকে। কিন্তু এ বছর ২ ফেব্রুয়ারী পার্শ্ববর্তী গ্রাম দেউলদিয়া গ্রামের ভূমিদসু্য ছুন্নত গাজী, কালাম গাজী তাদের ছেলেদের নামে জায়গাটি বন্দবস্ত নেয়। এরপর থেকে এ মন্দির কমিটির সভাপতিকে দখলীয় এ জমি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল তারা।
এরইমধ্যে আগামী সপ্তাহে বাসন্তী পূজা উপলক্ষ্যে মন্দিরের ভিতরে প্রতিমা তৈরীর কাজ চলছিল।
এ অবস্থায় গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের সাইনবোর্ড সহ ৫টি প্রতীমা ভাংচুর করে। তবে কারা এ মন্দির ভাংচুর করেছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। তবে মন্দির কমিটির ধারনা বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনার পর শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তবিবুর রহমান, ওসি ছগির মিঞা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে বা যাহারা এ ন্যক্কার জনক ঘটনা ঘটিয়েছে তাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।
এদিকে ছুন্নত গাজী জমিটি ডিসিআর নেওয়ার কথা উল্লেখ করে বলেন, মন্দিরের প্রতীমা ভাংচুর সম্পর্কে আমরা কিছু জানিনা।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।