আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরার শ্যামনগরে ৫টি বাসন্তী প্রতীমা ভাংচুর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ গভীর রাতে নাগবাটী সার্বজনীন বাসন্তী পূজা মন্ডপের ৫টি প্রতীমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

পূজা মন্ডপের সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল জানান, শতাধিক বছরের ঐতিহ্য এ পূজা করার জন্য ৪৭সালে দেশ ভাগ হওয়ার পূর্বে ঠাকুররা ২ একর ১৭ শতক জমি মৌখিক ভাবে দান করে। সেই থেকে এ জমির আয়ের অর্থ দিয়ে বাসন্তী পূজা উদযাপন করা হয়ে থাকে। কিন্তু এ বছর ২ ফেব্রুয়ারী পার্শ্ববর্তী গ্রাম দেউলদিয়া গ্রামের ভূমিদসু্য ছুন্নত গাজী, কালাম গাজী তাদের ছেলেদের নামে জায়গাটি বন্দবস্ত নেয়। এরপর থেকে এ মন্দির কমিটির সভাপতিকে দখলীয় এ জমি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল তারা।

এরইমধ্যে আগামী সপ্তাহে বাসন্তী পূজা উপলক্ষ্যে মন্দিরের ভিতরে প্রতিমা তৈরীর কাজ চলছিল।

এ অবস্থায় গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের সাইনবোর্ড সহ ৫টি প্রতীমা ভাংচুর করে। তবে কারা এ মন্দির ভাংচুর করেছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।   তবে মন্দির কমিটির ধারনা বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনার পর শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তবিবুর রহমান, ওসি ছগির মিঞা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে বা যাহারা এ ন্যক্কার জনক ঘটনা ঘটিয়েছে তাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

এদিকে ছুন্নত গাজী জমিটি ডিসিআর নেওয়ার কথা উল্লেখ করে বলেন, মন্দিরের প্রতীমা ভাংচুর সম্পর্কে আমরা কিছু জানিনা।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.