আমাদের কথা খুঁজে নিন

   

হাতিরঝিলের নিরাপত্তায় আলাদা থানা

রাজধানীর হাতিরঝিল এলাকার নিরাপত্তার জন্য একটি থানা প্রতিষ্ঠার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পত্র দেওয়া হবে। এর পানি পরিশোধনের জন্য দাসেরপাড়ায় ঢাকা ওয়াসার নির্ধারিত পরিশোধানাগারটি দ্রুততার সঙ্গে সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এ এলাকার পরিচ্ছন্নতাসহ অন্যান্য সেবামূলক কার্যক্রম সিটি করপোরেশন অব্যহত রাখবে।

আজ বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পের পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. গোলাম রব্বানী, রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জুয়েনা আজিজ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বি এম এনামুল হক, সদস্য (উন্নয়ন) নাইম আহমেদ খান, সেনাবাহিনীর মেজর শাকিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।