আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে ক্ষমতার দাপট আর গোয়ার্তুমির প্রতীক অবৈধ বিজিএমই ভবন। শুধু তাই নয় রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিল প্রকল্পের কলঙ্কও এটি।
রাজধানী ঢাকাকে বাসযোগ্য এবং দৃষ্টিনন্দন করতে বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে হাতিরঝিল অন্যতম। যা গত ২ জানুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন।
প্রকল্পের সৌন্দর্যে নগরবাসী মুগ্ধ।
শিশু-বৃদ্ধ সবাই মুগ্ধ হয়ে দেখছে এর রূপ।
কিন্তু এই সুন্দর প্রকল্পের মাঝখানে কাঁটা হয়ে আছে, গার্মেন্টস মালিকদের অবৈধভাবে গড়ে তোলা বিজিএমই ভবন।
আইন-আদালত, আন্দোলন-প্রতিবাদ কোন কিছুই টলাতে পারেনি তাদের।
অবৈধ এই ভবন সরাতে সরকারও যেন পোশাক ব্যবসায়ীদের সামনে লেজ নাড়াতেই ব্যস্ত।
এই পোশাক মালিকদের ফ্যাক্টরিতে যারা সস্তা শ্রম দেয়, কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলকে যারা জীবন দিয়ে সফল করে সেই ছিন্নমূল মানুষগুলো দিন-রাত পরিশ্রম করে এমন বস্তিতে ক্ষণিকের বিশ্রাম নেয়-
তাদের ন্যূনতম মাথাগুজার ঠাঁই বুল-ডজার দিয়ে ভেঙে ধুলায় মিশিয়ে দিতে কারো বুক কাঁপে না।
তাদের চোখের জল আমাদের মনে বিন্দু মাত্রও রেখাপাত করে না।
কিন্তু তাই বলে সুন্দরের মাঝে কলঙ্ক হয়ে থাকা ক্ষমতাধরদের অবৈধ দাপটে কেউ স্পর্শ করতে পারবে না, এটাই আমাদের দেশ! এটাই আমাদের অহঙ্কার!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।