আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় দফায় মিনু বুলবুলদের জামিন নামঞ্জুর

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, সাবেক রাসিক মেয়র ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ ৩৪ নেতা-কর্মীর তৃতীয় দফায় জামিন নামঞ্জুর হয়েছে। গতকাল দুপুরে মহানগর দায়রা জজ আদালতে তাদের পক্ষে আইনজীবী জামিন আবেদন করলে আদালতের বিচারক আশরাফ হোসেন তা নাকচ করে দেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলী আশরাফ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ২৬ ডিসেম্বর নগরীর লোকনাথ স্কুল মোড় এলাকার রাস্তায় বোমা হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার। এ ঘটনায় বোয়ালিয়া থানা পুলিশ বিএনপি-জামায়াতের ৮৭ নেতার নাম উল্লেখসহ চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। এ মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন শেষে ২৪ ফেব্রুয়ারি রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্দসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত বিএনপি নেতাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর পরের দিন ২৫ ফেব্রুয়ারি জেলা দায়রা জজ আদালতও তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।