বাল্য কালের মাটির দেয়াল সেঁটে
কাঁচা ঘাসের গ্যালারিতে শখের কালো মুখ ধুয়ে
লুকিয়ে এসেছি অমিতাবের শব...।
ক্রুশবিদ্ধ যীশুর মুদ্রিত আত্মা মাটিসূর্যের ফসলে
ক্যানভাস করে আমি হই প্রদর্শনী পোষ্টার
কৈশোর গ্রন্থি মেঘে মেঘে...।
বিশাল গরদের স্বার্থান্বেষীতে পা আঁতকায় সমস্ত
শরীর
সমাজের কার্তুজে ভরদেয়া লোডশেডিং
চোখ দেখায় চেখে দেখায়
ট্রামলাইন উৎসবের কিছু শখিন পিনিকবাজ...
যৌবনের শুরুতে সরে আসতেই স্ট্যাচু হয়েছি
বহুবার
উদাস চাঁদের গালে লালদাগের প্রতিশ্রুতি তে
আবর্তিত জংশনে পৌঁছতেই দেখি পায়ে জুতা নেই
আর একটা হলুদ পাঞ্জাবি.........।
মানসিক পুষ্টির টুকরো পাউরুটি চিপাতে চিপাতে
দুর্বোধ্য হয়ে উঠলো কর্পোরেটের পোস্তা, আমার
খেলাপি ঋণের তলানিতে...
আমি বেঁচে চলি খেঁচে চলি শূন্যচিহ্নিত বালুদানে
রুপা নামের মেয়েটির ঘর্মাক্ত শরীরের গন্ধে
ঠাইনিয়ে বিমূর্ত সন্দেশ ভরা জল কলশীর
জল্কেলিতে.....................।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।