শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জার্গেনসেন বলেন, “আগামীকালের ম্যাচটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দলের সবাইকে দেশের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রত্যেকে দায়িত্ব নিয়ে খেলেছে বলে গত ১৮ মাসে আমরা ওয়ানডেতে সাফল্য পেয়েছি। ”
‘শিষ্য’দের ক্রিকেটের মৌলিক জিনিসগুলো ঠিকভাবে করার তাগিদ দিয়ে তিনি আরো বলেন, “আশা করি আমরা জিতবো।
খেলোয়াড়রা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু ওদের মাঠের মধ্যে মনোযোগ না হারাতে বলেছি। ”
দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য খেলতে না পারলেও তা নিয়ে চিন্তিত নন জার্গেনসেন। তার মতে, ওয়ানডে বিশ্বকাপের বছর খানেক আগে এটা নিজেকে প্রমাণ করার সুযোগ এনে দিয়েছে দলের তরুণদের সামনে।
“এই মুহূর্তে আমরা যা করতে পারি তা হলো মাঠে গিয়ে ভালো খেলা। আমাদের পারফরম্যান্সের ক্রমোন্নতি ভীষণ প্রয়োজন। গত ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও আমাদের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি আমাদের সামনে দলের গভীরতা প্রমাণের সুযোগ করে দিয়েছে। মাঠে নেমে নিজেকে প্রমাণ করার সুযোগও এনে দিয়েছে দলের তরুণ ক্রিকেটারদের সামনে।
”
আফগানিস্তানকে সমীহ করার কথা জানিয়ে জার্গেনসেন বলেন, “ওরা ক্রমশ উন্নতি করছে। ওদের দলটি একেবারে তরুণ নয়, কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও রয়েছে। কোনো সন্দেহ নেই কাল (শনিবার) দারুণ লড়াই হবে। আমাদের তরুণ দলটি ওদের মুখোমুখি হতে যাচ্ছে বলে আমি রোমাঞ্চিত। ”
বাংলাদেশের মূল শক্তি স্পিন আক্রমণ।
ভারতের বিপক্ষে শিশিরের কারণে স্পিনাররা ঠিকমতো বল ধরতে পারেননি। বাংলাদেশের কোচ তাই শিশির নিয়ে বেশ দুশ্চিন্তায়।
“ভাগ্য আমাদের সঙ্গে নেই। প্রথম ম্যাচে শিশির আমাদের ভীষণ ভুগিয়েছে। স্পিন আক্রমণ আমাদের অন্যতম শক্তি।
কাল ম্যাচের কোন পর্যায়ে, কীভাবে আমরা স্পিনারদের ব্যবহার করবো তা ভীষণ গুরুত্বপূর্ণ। ”
জার্গেনসেন জানিয়েছেন, মুশফিকুর রহিম খেলতে না পারলে শনিবার বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন আব্দুর রাজ্জাক বা নাসির হোসেন। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।