স্বপ্ন আমার দেয়না ধরা :( তাই তো এতো অপেক্ষা অ-ক্রিকেটীয় এবং বিতর্কিত কর্মকান্ড না করলে মনে হয় পাকিস্তানি ক্রিকেটাররা সাচ্ছন্দবোধ করেন না। নতুবা কেণ পাকিস্তান ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার ইউনিস খান বলেন, ‘আইসিসি কি পারেনা বাংলাদেশের টেস্ট স্টাটাস আফগানিস্তানকে দিয়ে দিতে !’ আসলেই অবাক করার মতো! ইউনিস আরো বলেন, ‘বিশ্বক্রিকেটে নতুন দলকে দেখা সবসময়েই চমত্কার। আমি নিশ্চিত আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ভালো খেলবে!’
ইউনিস নিশ্চিত বাংলাদেশের চেয়ে আফগানিস্তান ভালো খেলবে! আফগানিস্তানের প্রতি ইউনিসের এতই দুর্বলতা যে তিনি বাংলাদেশের টেস্ট মর্যাদা আফগানিস্তানকে দিয়ে দিতে চান! আফগানিস্তানের প্রতি ইউনিসদের প্রেম থাকতে পারে। কিন্তু তিনি বাংলাদেশের টেস্ট মর্যাদা আফগানিস্তানকে দেওয়ার জন্য প্রস্তাব করতে পারেন কি? এতই যদি ভালোবাসা থাকে তাহলে নিজ দেশ পাকিস্তানের টেস্ট মর্যাদা আফাগানিদের দিয়ে দেওয়ার প্রস্তাব করতে পারেন ইউনিস!
আসলে ইউনিসরা সবসময়েই বিতর্ককে সঙ্গী করতে চান। চীনে অনুষ্ঠিত গত এশিয়ান গেমসে আফগানিস্তান ক্রিকেট দলের কোচ ছিলেন পাকিস্তানের সাবেক বিতর্কিত ক্রিকেটার রাশেদ লতিফ।
গেমসের ফাইনালে বাংলাদেশের দ্বিতীয় সারির দলের মুখোমুখি হয় আফগানিস্তান। ম্যাচ শুরু হওয়ার পূর্বে লতিফ বলেছিলেন, ‘আফগানিস্তান বাংলাদেশ জাতীয় দলকেও হারতে পারবে!’ তার কথায় তাচ্ছিল্যের সাথে ফুটে উঠেছিল যে, বাংলাদেশের ওই দলকে হারানো কোনো ব্যাপারই না। তবে, ফাইনালে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে লতিফকে ‘চপোটাঘাত’ করেছিল সাব্বিররা। এবার ইউনিসের এ ‘অসভ্য’ মন্তব্যকেও সাকিবরা নিশ্চয়ই খেলার মাঠে জবাব দিবেন। তবে, অন্যের বিষয়ে নাক গলানোর ‘বদ অভ্যাস’ ইউনিসরা ত্যাগ করলে বিশ্বক্রিকেট আরো চমত্কার ও উপভোগ্য হবে।
পাকির জারজরা কি মানুষ হবেনা
http://www.khobor24.com/?p=31382 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।