আমাদের কথা খুঁজে নিন

   

গুগল অ্যাডওয়ার্ডস সার্টিফিকেশান - এডভান্সড (এস ই ও) এবং সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশন সেমিনার

আলোকিত করতে চাই সমাজ ও জীবনকে .................

বর্তমান বিশ্বে ব্যবসার বড় একটা অংশ হল ইন্টারনেট চালিত ব্যবসা তথা অনলাইন ব্যবসা, আর এই ব্যবসার যাবতীয় কার্যক্রম, বিশেষ করে মার্কেটিং এর অনেক বড় একটা অংশ নিয়ন্ত্রিত হয় সার্চ ইন্জিন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

আর অনলাইন দুনিয়ার একচ্ছত্র আধিপত্য এখন নিয়ন্ত্রণ করছে গুগল ও ফেসবুক এর মত বড় বড় প্রতিষ্ঠান এবং এই সব প্রতিষ্ঠান অনলাইন ব্যবসায়িদের ব্যবসা প্রসারের জন্য দিয়ে যাচ্ছে নানা রকম বিপণন সুবিধা, যা বর্তমানে অনলাইন ব্যবসার প্রধান হাতিয়ার আর এর মধ্যে উল্লেখযোগ্য হল সার্চ ইন্জিন অপ্টিমাইজেশন (এস ই ও), সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশন (এস এম ও) ও মার্কেটিং, গুগল বিজ্ঞাপন (অ্যাডওয়ার্ডস তথা পি.পি.সি) এবং ফেসবুক বিজ্ঞাপন । ভবিষ্যতের অনলাইন ব্যবসা প্রসারে তাই আবারও নতুন ছকে বিজ্ঞাপনের অঙ্ক সাজাচ্ছে গুগল। ২০১২ সালের তথ্য অনুযায়ী প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার এর ও বেশি গুগল রেভিনিউ থাকে যার ৯৫% হল বিজ্ঞাপন তথা অ্যাডওয়ার্ডস মাধ্যমে এবং এর পরিমাণ দিন দিন বেড়েই চলছে।

সামগ্রিক দিক বিবেচনায় ও বিশ্বে বাজারে এর চাহিদার কথা মাথায় রেখে ই-বিজ ইলেভেটর - eBiz Elevator এর উদ্যোগে আয়োজন করতে ২ ঘন্টার ব্যাপী এই সেমিনার।

সেমিনারে “এডভান্সড সার্চ ইন্জিন অপ্টিমাইজেশন (এস ই ও), সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশন (এস এম ও) এবং গুগল অ্যাডওয়ার্ডস” সেমিনারে (সম্পূর্ণ ফ্রি) সংশ্লিষ্ঠ বিষয়ে আউটসোর্সিং, কাজের ক্ষেত্র, ক্যারিয়ার গাইডলাইন ও সার্টিফিকেশান নিয়ে আলোচনা হবে।

তারিখঃ ০৮ মার্চ ২০১৪, রোজ শনিবার , সময়: সন্ধ্যা ০৬ :০০ –রাত্রি ৮.০০ পর্যন্ত।

কর্মশালাটি পরিচালনা করবেনঃ-

১. মোহাম্মদ ওয়াহিদ নোমান - গুগল অ্যাডওয়ার্ড (পি.পি.সি) কনসালটেন্ট
গুগল অ্যাডওয়ার্ড সার্টিফিফাইড পি.পি.সি কনসালটেন্ট – বিটমাসকট-(Bit Mascot Pvt. Ltd) বাংলাদেশ এবং ওয়েবআলাইভ (WebAlive) - অস্ট্রেলিয়া ।

২. সাইদুল হাসান -ডিরেক্টর – Up Arrow Consulting (বাংলাদেশ)
গুগল অ্যাডওয়ার্ড সার্টিফিফাইড পি.পি.সি কনসালটেন্ট – Up Arrow Consulting (বাংলাদেশ)

৩. মোঃ আমিনুর রাহমান - সি.ই.ও - ইবিজ ইলেভেটর - eBiz Elevator (বাংলাদেশ)
সার্চ ইন্জিন ও সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজার ও মার্কেটার - ই-বিজ ইলেভেটর - eBiz Elevator (বাংলাদেশ) এবং সার্চ ইন্জিন ও বিজনেস রেপুটেশন ম্যানেজার – লঙ্ঘি গ্রুপ (Longhi Group) – ডেনমার্ক।

৪. রাজিবুল হাসান – বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট
বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট - সোনালি পোলারিস (Sonali Polaris)।




কর্মশালার আউটলাইনঃ

১. এডভান্সড সার্চ ইন্জিন অপ্টিমাইজেশন (এস ই ও)
২. সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশন (এস এম ও) এবং মার্কেটিং - ফেসবুক (Facebook) ও লিঙ্কডইন (LinkedIn)
৩. গুগল অ্যাডওয়ার্ডস সার্টিফিকেশান এর যাবতীয় খুঁটিনাটি।

অংশগ্রহণের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে কর্মশালায় অংশগ্রহণ করা যাবে। সেমিনারে নিবন্ধন করতে ভিসিট করুনঃ Click This Link

নিবন্ধন ফী : সম্পূর্ণ ফ্রি


প্রধান আয়োজকঃ ই-বিজ ইলেভেটর - eBiz Elevator
( https://www.facebook.com/eBizElevator )

সহ-আয়জকঃ SEM & SMM Group BD (https://www.facebook.com/groups/SEMGroupBD )

স্পন্সর ও মিডিয়া পার্টনারঃ
Prionty – প্রিয়ন্তি – বাংলাভাষায় প্রথম ও পূনাঙ্গ নারী বিষয়ক ম্যাগাজিন
ওয়েবসাইটঃ http://www.prionty.com/

ফেসবুকঃ Click This Link

সেমিনারের ভেনুঃ
ই-ওয়ার্ল্ড আই-টি সলিউশন (E-World IT SOLUTION)
রুম - ৫২-৫৪, ১ম ফ্লোর (২য় তলা), সিটি ক্লাব মার্কেট, নর্থ সাইড (অনিক প্লাজার বিপরীতে), পল্লবী - ১২ বাস-স্ট্যান্ড, মিরপু্‌র ঢাকা – ১২১৬

সেমিনার সংক্রান্ত সক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৬৭৯১১৭৩৩৭


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.