বিএনপি যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি বোরহান উদ্দিন এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক পাঁচ মামলায় আমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর ফলে আমানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন। আমানের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর সাভারে একটি এবং ২৮ নভেম্বর কেরানীগঞ্জে চারটি মামলা হয়। বিচারিক আদালতে আত্দসমর্পণ করলে ১৬ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এসব মামলায় আগাম জামিন চেয়ে গত মঙ্গলবার হাইকোর্টে আবেদন করেন আমান। আদালতে আমানের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।