আমাদের কথা খুঁজে নিন

   

এই রাধা সেই

কালার বাশিঁ হলো বাম বলে শুধু রাধা নাম এই রাধা সেই রাধা সেকালে রাধা ছিল এই কালে তুমি, প্রেমে আমি বরেন্দ্র তুমি জলাভূমি। সেই যুগে বাঁশী ছিল আজ মুঠোফোন, রিংটোনে পোড়েনাতো এই রাধার মন। কাঁখেতে কলস নিয়ে সেই রাধা আসেনা, লিপস্টিক ছাড়া ঠোঁটে এই রাধা হাসেনা। সে যুগের রাধা ছিল শাড়ী গহনায়, এই রাধা মুখে তার মেকআপ সাজায়। এই যুগের কৃষ্ণ আমি দারুন স্মার্ট, রাধা তুমি কম কিসে জিনস্ টি-শার্ট। মনে মনে রাধা কৃষ্ণ প্রেম প্রেম খেলায়, নিজ নিজ স্বার্থ দেখি ভালবাসার বেলায়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।