Everyone is entitled to my opinion.
ইসমাঈল ইবনে শরীফ ওরফে মাওলা ইসমাঈল (Moulay Ismail) ছিলেন মরক্কোর অ্যালোইত বংশের দ্বিতীয় শাসক। বংশের অন্যান্যদের মত মতোই মাওলা ইসমাঈলও নিজেকে ইসলামের নবী মুহাম্মাদের বংশধর হিসেবে নিজেকে দাবী করতেন। তাঁর দাবী অনুসারে তিনি মুহাম্মাদের নাতি হাসান ইবনে আলির বংশধর। নিজ দেশের মানুষের কাছে মাওলা ইসমাঈল ‘যুদ্ধবাজ রাজা’ নামেও পরিচিত ছিলেন।
সৎ ভাই আল-রশিদ ঘোড়া থেকে পড়ে মারা গেলে ২৬ বছর বছর বয়সে মাওলা ইসমাঈল মরক্কোর সিংহাসনের আরোহন করেন।
তাঁর শাসন কাল ছিলো ১৬৭২ থেকে ১৭২৭ পর্যন্ত।
এখন পর্যন্ত সবচাইতে বেশি সন্তানের পিতা হিসাবে ইতিহাসের পাতায় মাওলা ইসমাঈলের আসন পাকাপোক্ত ভাবে শীর্ষস্হানে। তাঁর এই রেকর্ড আর কেউ কস্মিনকালেও ভাঙতে পারবে বলে আশা করা যায় না। সুনির্দিষ্ট হিসাব মোতাবেক ১৭০৩ সালের মধ্যেই তিনি ৫২৫ পুত্র ৩৪২ কন্যাসহ মোট ৮৬৭ জন সন্তানের জন্ম দিয়েছিলেন। এবং ১৭২১ সালে তার ৭০০তম পুত্র সন্তানের জন্ম হয়।
১৭০৩ সালের হিসাব অনুযায়ী পুত্র-কন্যার শতকরা হিসাবে ১৭২১ সালে তার কন্যার সংখ্যা হওয়ার কথা ৪৪৭ এবং সর্বমোট সন্তানের সংখ্যা হওয়ার কথা ১১৪৭ জন। এখানে উল্লেখ্য যে তিনি এরপর আরও ৬ বছর বেঁচে ছিলেন। হিসাব করে দেখা যায় যে মাওলা সাহেবকে এত সংখ্যক সন্তান জন্ম দানের জন্য ৪০ বছর ধরে প্রতিদিন গড়ে ৪.৮ জন মহিলার সাথে সঙ্গম করার দরকার ছিলো। (এই হিসাব আমার নিজের না)
সূত্র;
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।