আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেইনে অভিযান এখনি নয়: পুতিন

মঙ্গলবার মস্কোয় রাষ্ট্রীয় বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে পুতিন একথা বলার পাশাপাশি রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা উল্টো ফল বয়ে আনবে বলে মন্তব্য করেন।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ক্ষমতাচ্যুতিকে ‘সংবিধানবিরোধী ক্যু’ ও আখ্যা দেন পুতিন। রাশিয়ার মিত্র ইয়ানুকোভিচ ক্ষমতা হারালেও তাকে এখনো দেশটির বৈধ নেতা বলে পুতিন দাবি করেন।

এর আগে মঙ্গলবারেই রাশিয়ার পশ্চিমাঞ্চলে ইউক্রেইন সীমান্তের কাছে সামরিক মহড়ার অবসান ঘটিয়ে সেনাদের ঘাঁটিতে ফেরার নির্দেশ দেন পুতিন।

গত সপ্তাহান্তে পুতিন রুশদের স্বার্থ রক্ষায় ইউক্রেইনে আগ্রাসন চালানোর অধিকার ঘোষণা করেছিলেন।

কিন্তু রাশিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে শুরু হওয়া সামরিক মহড়া থেকে পূর্ব-ইউক্রেইনের রুশভাষী অঞ্চলে রাশিয়ার সেনা পাঠানোর আশঙ্কা বেড়েছিল।

কিন্তু রাশিয়ার বার্তা সংস্থাগুলো ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে বলেছে, “রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার ভ্লাদিমির পুতিন সামরিক মহড়ায় অংশ নেয়া সেনা ও ইউনিটের সদস্যদেরকে তাদের ঘাঁটিতে ফেরার নির্দেশ দিয়েছেন”।

পুতিনের এ নির্দেশে ইউক্রেইনে রাশিয়ার আসন্ন হামলার আশঙ্কা কমলেও ক্রিমিয়ায় রুশ ও ইউক্রেইনের সেনাদের মধে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে বিবিসি।

ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেইনের প্রধান সামরিক ঘাঁটিগুলো ঘিরে রেখেছে রাশিয়ার সেনারা। ক্রিমিয়ায় প্রবেশ করছে হাজার হাজার রুশ সেনা।



মঙ্গলবার সকালের মধ্যে ক্রিমিয়ায় মোতায়েন ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য বেঁধে দেয়া রাশিয়ার সময়সীমাও শেষ হয়েছে। যদিও রাশিয়া এ ধরনের কোনো আল্টিমেটাম দেয়ার কথা অস্বীকার করেছে এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অনুরোধেই ইউক্রেইনে সেনা পাঠানো হয়েছে বলে দাবি করেছে।

গতমাসের শেষদিকে ইউক্রেইনে পশ্চিমাপন্থি আন্দোলনকারীদের প্রবল বিক্ষোভ ও সংঘর্ষের জেরে ইয়ানুকোভিচ সরকারের পতন হয়। এরপর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্ব।




সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।